জেলা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দর্শনায় টাকা না দেওয়ায় ছেলের লাঠির আঘাতে মারা গেছেন মা কদেবানু (৭০)। তিনি দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার শ্যাপুর গ্রামের জামাল মল্লিকের স্ত্রী। আর ঘাতক ইদ্রিস আলী (৩৫) তারই সন্তান।
রোববার সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন দর্শনা থানার ওসি এ এইচ এম লুৎফুল কবির।
তিনি বলেন, এরই মধ্যে অভিযান চালিয়ে ছেলেকে আটক করা হয়েছে। আটককৃত ইদ্রিস আলী জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা শ্যামপুর গ্রামের জামাল মল্লিকের ছেলে।
ওসি এ এইচ এম লুৎফুল কবির জানান, আমরা ঘটনাস্থলে আছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে পাঠানো হচ্ছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে ইদ্রিস আলী তার মায়ের কাছে টাকা চাইলে তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত ছেলে কদেবানুরের মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে মায়ের মৃত্যু হয়।