ট্রেনে কাটা পড়ে দুই নারী শ্রমিকের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ২১, ২০২১

ট্রেনে কাটা পড়ে দুই নারী শ্রমিকের মৃত্যু


 


জেলা প্রতিনিধিঃ



গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। রোববার সকালে কালীগঞ্জ পৌরসভার খঞ্জনা এলাকায় টঙ্গী-ভৈরব রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালীগঞ্জের ভাদগাতী এলাকার কবিরের স্ত্রী জেসমিন আক্তার ও বড়নগর এলাকার কামরুলের স্ত্রী শাহীনুর। তারা দুজনই হামীম গ্রুপে শ্রমিক হিসেবে কাজ করতেন।


৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুস ছালাম বলেন, সকালে রেললাইন দিয়ে হেঁটে ভাদগাতী এলাকার হামীম গ্রুপে কারখানায় যাচ্ছিলেন ওই দুই নারী। খঞ্জনা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ও একই সময়ে বিপরীত থেকে আরেক লাইন দিয়ে সুরমা মেইল ট্রেন যাচ্ছিল। এ সময় তারা দুজন খঞ্জনা এলাকায় থাকা রেলওয়ের সিগন্যাল খুঁটি সংলগ্ন স্থানে ছিলেন। দুই দিক থেকে ট্রেন আসতে দেখে তারা ছোটাছুটি করতে গিয়ে সুরমা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।


আড়িখোলা রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাইদুল ইসলাম বলেন, সকাল ৭টা ২৫ মিনিটে একসঙ্গে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ও ঢাকাগামী সুরমা মেইল ট্রেন আড়িখোলা স্টেশন এলাকা অতিক্রম করছিল। ওই ট্রেনে কাটা পড়েই দুই নারী নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

Post Top Ad

Responsive Ads Here