বিয়ের দাবিতে প্রেমিকের বাসায় প্রেমিকার বিষপান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, নভেম্বর ২২, ২০২১

বিয়ের দাবিতে প্রেমিকের বাসায় প্রেমিকার বিষপান


 

জেল প্রতিনিধিঃ



রংপুরের মিঠাপুকুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন এক কিশোরী। রোববার বিকেলে উপজেলার রানীপুকুর ইউনিয়নের বলদীপুকুর মমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মমিনপুর গ্রামের আনারুল মিয়ার (আনার) ছেলে মন্জুরুল ইসলামের সঙ্গে প্রতিবেশী ওই কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। সম্প্রতি মেয়েটি মন্জুরুল ইসলামকে বিয়ের জন্য চাপ দিয়ে আসছিল। এতে মনজুরুল বিয়ে করতে অস্বীকৃতি জানালে রোববার বিকেলে মন্জুরুল ইসলামের বাড়ির সামনে মেয়েটি বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।


এ সময় অভিযুক্ত মন্জুরুলসহ তার পরিবারের সদস্যরা ঘরে তালা লাগিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন জানান, ছেলেটি বিয়ে করতে রাজি না হওয়ায় মেয়েটি বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানতে পেরেছি। মেয়ের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post Top Ad

Responsive Ads Here