আবারো চালু হচ্ছে বেনাপোল এক্সপ্রেস - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, নভেম্বর ২২, ২০২১

আবারো চালু হচ্ছে বেনাপোল এক্সপ্রেস


 





সময় সংবাদ ডেস্কঃ



দীর্ঘ আট মাস পর আগামী ২ ডিসেম্বর থেকে ফের চালু হতে যাচ্ছে ‘বেনাপোল এক্সপ্রেস’। এটি ঢাকার সঙ্গে যশোরের বেনাপোল রুটে চলাচলকারী একমাত্র ট্রেন।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


করোনাভাইরাসের কারণে দেশের সব ট্রেন চলাচল বন্ধ হলে ৫ এপ্রিল থেকে ঢাকা-বেনাপোল রুটে আন্তঃনগর এ ট্রেনটিও বন্ধ করে দেয় সরকার। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছিল ভারত যাতায়াতকারী বিশেষ করে অসুস্থ যাত্রীদের।


বেনাপোল এক্সপ্রেস চালুর খবরে ভারত যাতায়াতকারীদের মধ্যে স্বস্তি ফিরবে বলে মনে করেন বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান। তিনি জানান, করোনাভাইরাস শুরুর আগে প্রতিদিন অন্তত আট থেকে দশ হাজার যাত্রী বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে পারাপার হত। অতিমারীর মধ্যে লোকসানের কারণে বেনাপোল এক্সপ্রেস’ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে অন্যান্য ট্রেন চালু হলেও এ ট্রেনটি বন্ধ ছিল।























Post Top Ad

Responsive Ads Here