স্বাধীনতার ৫০ বছর উদযাপনের মেয়াদ বাড়িয়েছে সরকার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, নভেম্বর ২২, ২০২১

স্বাধীনতার ৫০ বছর উদযাপনের মেয়াদ বাড়িয়েছে সরকার


 

সময় সংবাদ ডেস্কঃ



দেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনের মেয়াদ বাড়িয়েছে সরকার। আগামী বছরের (২০২২ সাল) মার্চ পর্যন্ত এ মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

সোমবার মন্ত্রিপরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।


দেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনের জন্য বছরব্যাপী অনুষ্ঠান করার উদ্যোগ নিয়েছিল সরকার। করোনা মহামারির কারণে অনেক আয়োজনই সংক্ষিপ্ত করা হয়। এবার সেই আয়োজনের মেয়াদ বাড়ানো হলো।


তবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘোষিত মুজিববর্ষের মেয়াদ বাড়ানোর বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।


এদিকে একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক ভাষণের খসড়াও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।


এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বিষয়ে ভাষণ দেন রাষ্ট্রপতি। তিনি জানান, আগামী বছর (২০২২ সাল) প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে বিষয়বস্তু থাকবে ‘স্বাধীনতার ৫০ বছর’।

Post Top Ad

Responsive Ads Here