চবিতে ১২ ফুট লম্বা অজগর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ২৯, ২০২১

চবিতে ১২ ফুট লম্বা অজগর

চবিতে ১২ ফুট লম্বা অজগর
 
চবিতে ১২ ফুট লম্বা অজগর


চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে ১২ ফুট লম্বা ১৮ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সমাজবিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট থেকে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে ছাত্রদের সহায়তায় সাপটিকে উদ্ধার করেন ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক রফিকুল ইসলাম। পরে এটিকে জীববিজ্ঞান অনুষদসংলগ্ন জঙ্গলে অবমুক্ত করা হয়। দৈনিক বাংলাকে রফিকুল ইসলাম বলেন, ‘সহকারী প্রক্টর আবদুল ওয়াহেদ চৌধুরী বিষয়টি আমাদের জানান। পরে প্রাণিবিদ্যা বিভাগের তিন শিক্ষার্থীকে নিয়ে সাপটি উদ্ধার করি। এটি বার্মিজ পাইথন। বৈজ্ঞানিক নাম Python Bivittatus।’ তিনি আরও বলেন, ‘রোদ পোহাতে কিংবা খাবারের সন্ধানে এটি লোকালয়ে চলে আসতে পারে। কেউ বিরক্ত না করলে এরা কারও ক্ষতি করে না।’



Post Top Ad

Responsive Ads Here