যুক্তরাজ্যে একদিনে সর্বোচ্চ একলাখ সংক্রমণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ২৩, ২০২১

যুক্তরাজ্যে একদিনে সর্বোচ্চ একলাখ সংক্রমণ


 


আন্তর্জাতিক ডেস্কঃ




যুক্তরাজ্যে প্রথমবারের মতো করোনাভাইরাসে দৈনিক সংক্রমণ এক লাখ ছাড়িয়েছে। দেশটিতে মহামারিতে এটিই এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

বুধবার (২২ ডিসেম্বর) দেশটির সরকারি পরিসংখ্যানে এই তথ্য জানা গেছে।


সরকারি তথ্য অনুসারে, গত চব্বিশ ঘণ্টায় নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ লাখ ৬ হাজার ১২২ জন। এর আগে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হয়েছিল ১৭ ডিসেম্বর। ওই দিন ৯৩ হাজার ৪৫ জন শনাক্ত হন।


মঙ্গলবার পর্যন্ত দেশটির হাসপাতালে ভর্তিআছেন প্রায় ৮ হাজার করোনা রোগী। ২২ নভেম্বরের পর এটিই হাসপাতালে ভর্তি হওয়া রোগীর দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা। এক সপ্তাহ আগে এই সংখ্যা ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।


ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, বড়দিনের আগে ইংল্যান্ডে কোনও নতুন বিধিনিষেধ জারি করা হবে না। তবে মঙ্গলবার ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ার কারণে বড়দিনের উৎসবে নতুন বিধিনিষেধ জারির বিষয়টি তিনি একেবারে উড়িয়েও দেননি।


বুধবার যুক্তরাজ্য সরকার আরও ১৪০ জনের মৃত্যুর কথা জানিয়েছে।


মহামারিতে এখন পর্যন্ত যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১০ লাখ ছাড়িয়ে গেছে এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৫৭৩ জনের।

Post Top Ad

Responsive Ads Here