নব‌নির্বাচিত ইউ‌পি চেয়ারম‌্যান‌দের শপথ গ্রহণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ২২, ২০২১

নব‌নির্বাচিত ইউ‌পি চেয়ারম‌্যান‌দের শপথ গ্রহণ




সালথা (ফরিদপুর) প্রতি‌নি‌ধিঃ



গত ১১ই ন‌ভেম্বর ২য় ধা‌পের ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচ‌নে সালথা উপ‌জেলার ৭জন ও নগরকান্দা উপ‌জেলার ৯জন নব‌নির্বা‌চিত চেয়ারম‌্যা‌ন‌দের শপথ গ্রহণ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। ফরিদপু‌র জেলা প্রশাসক অতুল সরকার এই শপথ বাক‌্য পাঠ করান। ফরিদপু‌র জেলা প্রশাসনের আ‌য়োজনে বুধবার (২২‌ডি‌সেম্বর) বিকাল সা‌ড়ে ৩টায় জেলা প্রশাসন সম্মেলন ক‌ক্ষে এই শপথ বাক‌্য পাঠ করা‌নো হয়।


এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, উপ-প‌রিচালক (‌ডি‌ডিএলজি) দিপক কুমার রায়, নগরকান্দা উপ‌জেলা পরিষ‌দের চেয়ারম‌্যান ম‌নিরুজ্জামান সরদার, নগরকান্দা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার জ‌্যা‌তী প্রু, সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোছাঃ তাছলিমা আকতার প্রমূখ। এছাড়াও স্থানীয় সংবাদকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।



সালথা উপ‌জেলায় শপথ গ্রহণ ক‌রেন, রামকান্তপুর- ইশারত হোসেন, আটঘর- শহিদুল হাসান খান (সোহাগ) ভাওয়াল- ফারুকুজ্জামান ফকির মিয়া, গট্টি- হাবিবুর রহমান লাবলু, মাঝারদিয়া- আফসার উদ্দিন মাতুব্বর, সোনাপুর- খায়রুজ্জামান বাবু, যদুনন্দী- মোঃ রফিকুল ইসলাম। আই‌নি জটিলতায় বল্লভদী ইউ‌নিয়ন প‌রিষ‌দের নব‌নির্বা‌চিত চেয়ারম‌্যান খন্দকার সাইফুর রহমান (শা‌হিন) এর শপথ গ্রহণ হয় নাই, সব কিছু ঠিক থাক‌লে আগামীকাল তার গ্রহণ হ‌তে পা‌রে।



নগরকান্দা উপজেলায় শপথ গ্রহণ ক‌রেন, চরযশোরদী- কামরুজ্জামান সাহেব ফকির, পুরাপাড়া- আতাউর রহমান বাবু ফকির, কোদালিয়া শহীদনগর- খোন্দকার জাকির হোসেন নিলু, কাইচাইল- মোস্তফা খান, লস্করদিয়া- হাবিবুর রহমান বাবুল তালুকদার, তালমা- কামাল হোসেন মিয়া, রামনগর- কাইমুদ্দিন মন্ডল, ডাঙ্গী- কাজী আবুল কালাম, ফুলসুতি- আরিফ হোসেন।


ফ‌রিদপু‌রের জেলা প্রশাসক অতুল সরকার নব‌নির্বা‌চিত চেয়ারম‌্যা‌নদের ‌দেশ‌প্রেমে উ‌দ্বুদ্ধ হ‌য়ে সৎ ও নিষ্ঠার সা‌থে আগামী‌তে দা‌য়িত্ব পাল‌নের কথা ব‌লেন এবং সবার সফলতা কামনা ক‌রেন।


Post Top Ad

Responsive Ads Here