নতুন বছর উদ্যাপনে ফানুস উড়িয়ে আগুন |
নিজস্ব প্রতিবেদক
করোনার এই ক্রান্তিলগ্নে থেমে নেই দেশবাসী।তারা বিভিন্ন আয়োজন, উৎসব নিয়ে মেতে উঠেছে।তেমন ভাবেই থার্টি-ফাস্ট নাইট এবং নিউ ইয়ার উৎযাপনে
ফানুস উড়িয়ে এবং আতসবাজি ফাটিয়ে ২০২২ কে স্বাগত জানালো দেশবাসী।
এমন ঘটনা থেকেই রাজধানীর প্রায় বিভিন্ন স্থানে আগুনের ঘটনা ঘটেছে। সারাদেশ থেকে প্রায় ২০০ স্থানে আগুন লাগার সংবাদ আসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুম এবং জরুরি সেবা ৯৯৯ এর কাছে।
ফায়ার সার্ভিস জানায়, রাজধানীর বেশ কিছু স্থানে আগুন লাগার ঘটনা ঘটে। সব স্থানে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা।
এর মধ্যে মাতুয়াইল স্কুল রোডের একটি বাড়িতে ফানুস থেকে বড় ধরনের আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
এছাড়া ধোলাইপাড় বড় মসজিদের পাশে একটি ভবনের ছাদেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা এরশাদ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
০১ জানুয়ারি ২০২২ দিবাগত রাতে ফায়ার সার্ভিসের গণমাধ্যম কর্মকর্তা মোঃ রায়হান বলেন, ঢাকাসহ আশপাশে যেসব স্থানে আগুন লেগেছিল সবগুলো আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনগুলো বড় না হওয়ায় তেমন কোনো সমস্যা হয়নি। এছাড়া উত্তরা এলাকায় একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিলো।
তিনি জানান, রাজধানীর তেজগাঁও, যাত্রাবাড়ী, ধানমন্ডি,মোহাম্মদপুর, কেরানিগঞ্জ, রায়েরবাগসহ, এবং আরোও কিছু স্থানে বাসার ছাদ ও সড়কের তারে আগুনের সংবাদ পাওয়া গেছে। প্রতিটি স্থানে ফায়ার সার্ভিসের ২টি করে ইউনিট পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে আরও বলা হয়, বিভিন্ন স্থানে আগুন লাগার খবর পেয়েছি আমরা। আমরা সেগুলো তালিকাভুক্ত করছি।
তালিকা না করে এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব না। তালিকা সম্পন্ন করার পর আমরা এ বিষয়ে বিস্তারিত বলতে পারব।
এই অগ্নিকাণ্ডে কাজ করে যাচ্ছে ফায়ারসার্ভিসের একাধিক ইউনিক।তবে তেমন কোনো ভয়াবহ আকার ধারন করতে পারেনি এখনো।
মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ