নতুন বছরে চারঘাটে সিআরইউ এর যাত্রা শুরু |
রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর চারঘাট উপজেলায় নতুন বছরকে অভিনন্দন জানিয়ে চারঘাট রিপোটার্সা ইউনিটি (সিআরইউ) শুভ সূচনা হয়েছে। নিরপেক্ষতায় কাজ করার প্রত্যয় নিয়ে এই কমিটির যাত্রা।
“বিবাদ ভুলে সংগবদ্ধ হয়” এই স্লোগান নিয়ে ১১ সদস্য বিশিষ্ঠ একটি আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। ভিন্নতা নিয়ে সিআরইউ সংগবদ্ধ হয়েছে। শনিবার দিবাগত রাতে চারঘাট হাই এ্যামবিশন কোচিং সেন্টারের ২য় তলায় সিআরইউ এর সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সময় ২০২১ কে বিদায় জানিয়ে ২০২২ উদয্পান হয়। এই কমিটিতে সাংবাদিক, লেখক, কবি, সাহিত্যিক, শিক্ষক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও বিভিন্ন কলা কৌশলীদের নিয়ে সিআরইউ ঐক্যবদ্ধ হয়েছে। বিনোদন যাদের মূল লক্ষ্য বিবাদ কেন প্রাচীর হবে। সকল বয়সের নারী ও পুরুষ এই সংগঠনের সদস্য ও সহযোগি সদস্য পদ গ্রহন করতে পারবে বলে জানান সিআরইউ আহবায়ক সাংবাদিক ওবায়দুল ইসলাম (রবি)।
আগামী ১৫-২০ দিনের মধ্যে সিআরইউ পূন্যাঙ্গ কমিটি ষোঘনা করা হবে বলে উক্তা সভায় উপস্থিতিরা সম্ম্যতি প্রকাশ করেছে। সভায় সরদহ সরকারী কলেজের সহকারী অধ্যাপক ও কবি আলতাব হোসনে, ভায়ালক্ষিপুর বুদরিহাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুল হক, প্রভাষক ও সাংবাদিক খোরশেদ আলম, কবি ও সাংবাদিক রেজা হাসান বাচ্চু, শিক্ষক ও সাংবাদিক মাহফুজ হাসান, সাংবাদিক ও লেখক তাজমুল হক, সাংবাদিক মনিরুজ্জামান, শিক্ষক ও সাংবাদিক সালাউদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ