মারিয়া-তহুরার করোনার ভ্যাকসিন দেওয়া হবে আগামীকাল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জানুয়ারী ৩১, ২০২২

মারিয়া-তহুরার করোনার ভ্যাকসিন দেওয়া হবে আগামীকাল

 

মারিয়া-তহুরার করোনার ভ্যাকসিন দেওয়া হবে আগামীকাল
ফাইল ছবি

 নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) যেসব বয়সী খেলোয়াড়দের জাতীয় পরিচয়পত্র নেই তাদের টিকা দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করেছে।

বাফুফে সূত্রে জানা গেছে, মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে ক্যাম্পে ৪৮ জন মেয়েকে টিকা দেওয়ার ব্যবস্থা করেছে বাফুফে।



বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেন, আমরা খেলোয়াড়দের টিকা দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করছি যাতে ভবিষ্যতে টিকা দিতে কোনো সমস্যা না হয়। মঙ্গলবার ৪৮ জন মেয়েকে টিকা দেওয়া হবে। আমি স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে পুরুষ ফুটবলারদের টিকা দেওয়ার ব্যবস্থা করছি। এটিও শীঘ্রই দেওয়া হবে।



বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ক্যাম্পে থাকা নারী ফুটবলারদের বেশিরভাগই বয়সভিত্তিক। স্পষ্ট করে বলতে গেলে, তাদের অধিকাংশের বয়স ১৮ বছরের কম। হাতেগোনায় দুই বা তিনজন লোক আছে যাদের জাতীয় পরিচয়পত্র রয়েছে এবং তারা কনোরাভাইরাসের বিরুদ্ধে টিকা নিয়েছেন।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ 

Post Top Ad

Responsive Ads Here