আমতলীতে ৭ হাজার ৩০০ শিক্ষার্থী পেল প্রাণঘাতী করোনা টিকা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জানুয়ারী ১০, ২০২২

আমতলীতে ৭ হাজার ৩০০ শিক্ষার্থী পেল প্রাণঘাতী করোনা টিকা

আমতলীতে ৭ হাজার ৩০০ শিক্ষার্থী পেল প্রাণঘাতী করোনা টিকা




আমতলী (বরগুনা) প্রতিনিধি

আমতলী উপজেলার ৭ হাজার ৩’শ শিক্ষার্থী প্রাণঘাতী করোনা ভাইরাসের টিকা পেল। টিকা পেয়ে শিক্ষার্থীরা খুবই আনন্দিত। হাসপাতালে এসে শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে টিকা নিচ্ছেন।

জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রার্দুভাব থেকে মানুষকে রক্ষায় ভ্যাকসিন কার্যক্রমের উদ্যোগ  নেয় সরকার। ওই ভ্যাকসিন থেকে বাদ যায়নি স্কুল কলেজের শিক্ষার্থীরা। আমতলী উপজেলার কলেজ,মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ২৪ হাজার ১’শ ৬২ জন শিক্ষার্থীর ভ্যাকসিন প্রদানের চাহিদা রয়েছে। গত ৩ জানুয়ারী উপজেলায় শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। ওই শিক্ষার্থীর মধ্যে গত ৭ দিনে ৭ হাজার ৩’শ শিক্ষার্থী প্রথম ডোজের  টিকা গ্রহন সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে টিকা নিতে প্রত্যান্ত গ্রামা ল থেকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছে। 

সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখাগেছে,শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে টিকা দিচ্ছেন। 

কাঠালিয়া তাজেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ তানভির বলেন, একটু দুরে হলেও হাসপাতালে এসে সুন্দর পরিবেশে টিকা গ্রহন করেছি।

আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ রাইয়ান সিকদার বলেন, একটু ভয় লাগলেও কোন সমস্যা হয়নি। 

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মুনয়েম সাদ বলেন, সুন্দর ও সুষ্ঠু পরিবেশে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম চালছে। ইতিমধ্যে প্রায় ৭হাজার ৩’শ শিক্ষার্থীকে টিকা দেয়া হয়েছে। অবশিষ্ট শিক্ষার্থীদের দ্রæত সময়ের মধ্যে টিকা দেয়া শেষ করতে পারবো। 

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ

Post Top Ad

Responsive Ads Here