ঘন কুয়াশায় বন্ধ ফেরি চলাচল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জানুয়ারী ০৪, ২০২২

ঘন কুয়াশায় বন্ধ ফেরি চলাচল


ঘন কুয়াশায় বন্ধ ফেরি চলাচল

ফাইল ছবি



নিজস্ব প্রতিবেদকঃ

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। মঙ্গলবার সকাল ৮টার পর নদীতে কুয়াশার ঘনত্ব বাড়ায় দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

ফেরি চলাচল বন্ধ থাকায় পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে তিন শতাধিক যানবাহন। এরমধ্যে রয়েছে অল্পকিছু যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়ি। বাকিগুলো পণ্যবাহী ট্রাক। ঘাট এলাকায় তীব্র শীতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।


দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকলে যাত্রীবাহী বাসের সারিসহ অন্যান্য যানবাহনের সারি বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ফলে ভোগান্তিতে পড়বেন যাত্রী ও চালকরা।


দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. নাসির খান বলেন, সকাল ৮টার কিছুক্ষণ পর পদ্মা নদীতে কুয়াশা বাড়তে থাকে। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। এতে দৌলতদিয়া প্রান্তে শত শত যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে এ রুটে ১৪টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হবে।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ

Post Top Ad

Responsive Ads Here