ইউএনও'র ভুল সিধান্তে সাপাহারে কিশোরের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারী ২৯, ২০২২

ইউএনও'র ভুল সিধান্তে সাপাহারে কিশোরের মৃত্যু

ইউএনও'র ভুল সিধান্তে সাপাহারে কিশোরের মৃত্যু


ওবায়দুল ইসলাম, রবি রাজশাহীঃ

নওগাঁর সাপাহার উপজেলা কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্ল্যাহ আল মামুনের ভুল সিধান্তে এক কিশোরের মৃত্যু হয়েছে।


শনিবার ভোরে শীতে উপজেলার জবাই মাহিল বিলে মাছ ধরতে গিয়ে মামুন(১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ঠাণ্ডায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। মৃত কিশোর জয়দেবপুর গ্রামের অয়জুল ইসলামের ছেলে।


পাতাড়ী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. মুকুল হোসেন (মাস্টার) এই কিশোরের মৃত্যুর তথ্যটি জানান। তিনি জানান, আমি ঘটনাস্থলে যাচ্ছি। শৈত্যপ্রবাহ শেষ হলে মাছ ধরা উচিত ছিল। এই সময় মাছ ধরার সিধান্ত নেয়া ঠিক হয়নি।


উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী জানান, এই শৈত্যপ্রবাহ চলাকালে এই বিখ্যাত বিলে মাছ ধরার সিধান্ত দিয়েছেন উপজেলা কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্ল্যাহ আল মামুন। জবই বিল মৎস্যচাষ উন্নয়ন প্রকল্পের ২২ তম মৌসুমের মাছ আহরণের শুভ উদ্বোধনী করেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান হোসেন। এসময় তিনিও উপস্থিত ছিলেন বলে জানান।


গতবারও এক যুবক ঠাণ্ডাজনিত কারণে এই বিলে মাছ ধরতে গিয়ে মারা গিয়ে ছিলেন তারপরও কেন এবার শৈত্যপ্রবাহ চলাকালে মাছ ধরার তাড়া, জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না।


ইউএনও মো. আব্দুল্ল্যাহ আল মামুনের মোবাইলে একাধিকবার কলদিয়ে পাওয়া যায়নি। তিনি সস্ত্রীক করোনা আক্রান্ত থাকায় সরাসরি যোগাযোগ করা যায়নি।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ

Post Top Ad

Responsive Ads Here