ফরিদপুরের তৃতীয় লিংঙ্গের মানুষদের পাশে ইউটিউবার পারভেজ চোকদার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জানুয়ারী ০৪, ২০২২

ফরিদপুরের তৃতীয় লিংঙ্গের মানুষদের পাশে ইউটিউবার পারভেজ চোকদার


 
নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর :
প্রচন্ড শীতে যখন যুবুথুবু মানুষ ঠিক তখনি ফরিদপুর জেলা বিভিন্ন এলাকায় বসবাস করা সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের মানুষের পাশে দাড়ালেন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর পারভেজ চোকদার। 


মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত ফরিদপুর সদর উপজেলার রথখোলা, শোভারামপুর, শিবরামপুর ও গঙ্গাবর্দীসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তৃতীয় লিঙ্গের মানুষের বসবাসস্থলে গিয়ে কম্বল তুলে দেন তিনি। এসময় ফরিদপুরের ইউটিউবার ও ফেসবুকাররা তার সাথে ছিলেন। 


এর আগে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের দেবিগঞ্জে ভাইরাল হওয়া ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত নারীর পাশে দাড়িয়ে আলোচনায় আসেন তিনি। 


ইউটিউব ও ফেসবুক থেকে আয়ের একটি অংশ সমাজের অবহেলিত মানুষের উন্নয়নে নিয়মিত ব্যয় করার প্রত্যয় ব্যক্ত করে পারভেজ চোকদার বলেন, তৃতীয় লিংঙ্গের মানুষেরা পরিবার থাকতেও বঞ্চিত, অনেকেই তাদের কষ্টের খবরও রাখেন না। তিনি বলেন, যে যার অবস্থান থেকে সুবিধা বঞ্চিত মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়ালে অন্তত কিছু মানুষ ভালো থাকতে পারবে। তাতে সমাজের সামগ্রিক উন্নয়ন সাধিত হবে। পারভেজ নিয়মিত সুবিধা বঞ্চিত ও অবহেলিত মানুষদের পাশে থাকবেন বলে প্রতিশ্রæতি দেন।

Post Top Ad

Responsive Ads Here