বরিশালের মুলাদীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত |
নিজস্ব প্রতিবেদকঃ
বরিশালের মুলাদীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। রোববার হিজলা-মুলাদী সড়কের কাজীরচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বড়াইয়া কাজীর চর গ্রামের ইদ্রিস আলী হওলাদার, মো. হরুন নলী ও রাজীব নলী। তারা একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, নিহত তিনজন একটি মোটরসাইকেলে মুলাদী থেকে বড়াইয়া কাজীর চর গ্রামে যচ্ছিলেন। কাজীর হাট এলাকা অতিক্রমের সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা রাস্তার পাশে পড়ে গুরুরত আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
মুলাদী থানার ওসি মাকসুদুর রহমান বলেন, খবর পেয়ে তিন মোটরসাইকেল আরোহীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোঃ সাইফুল্লাহ/ সময় সংবাদ