বোয়ালমারীতে হিন্দু মহাজোট নেতার শীতবস্ত্র বিতরণ |
নিজস্ব প্রতিবেদকঃ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর গ্রামের বাংলাদেশ হিন্দু মহাজোটের সিনিয়র সভাপতি সুবাস সাহার শীতবস্ত্র বিতরণ । সোমবার সকালে তার নিজ বাড়িতে অসহায়,হতদরিদ্র, প্রতিবন্ধী, বয়োবৃদ্ধাদের মাঝে শীতবস্ত্র (কম্বল), মাস্ক ও নগদ অর্থ বিতরণ করেন। এসময় তিনি বলেন, আমি প্রতি বছরই এভাবে শীতবস্ত্র বিতরণ করে থাকি। এবং দুই ঈদ ও পূজায় অসহায়দের বস্ত্র ও অর্থ বিতরণ করি। এভাবে সকল বিত্তবান লোকেরা তার আশ পাশের নিন্ম আয়ের লোকদের মাঝে বিভিন্ন প্রকার বস্ত্র ও অর্থ দান করে তাহলে তারা একটু স্বস্তিতে থাকতে পারে। এটা আমাদের নৈতিক দায়ীত্ব । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ কে যেমন তলাবিহীন ঝুড়ি থেকে আজ উন্নয়নশীল রাষ্ট্রে পরিনিত করেছেন। সেভাবে তার পাশা পাশি আমরা যারা ব্যবসায়ীগণ আছি মানুষের কল্যাণে কিছু ব্যয় করি তাহলে দেশ এক সময় উন্নত রাষ্ট্রে উন্নীত হবে।
মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ