জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় মোহাম্মদ জাহেদ নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পূর্ব লোহাগাড়া হাজীপাড়া এলাকার একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।
জাহেদ একই উপজেলার কলাউজান বাংলাবাজার এলাকার শাহ আলমের ছেলে। সে মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানিয়েছেন স্বজনরা।
আরো পড়ুন >>> মদ পান করে মাতলামি, ৫ যুবক আটক
স্বজনরা জানান, মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিল জাহেদ। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। পরে বুধবার সকালে একটি পরিত্যক্ত ঘরে তার ঝুলন্ত লাশের খবর পাওয়া যায়।
এদিকে, খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ জাকের হোসাইন মাহমুদ।
তিনি বলেন, সুরতহাল শেষে লাশটি মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যা তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।