ফেনসিডিল মাদক, পরিবহন অবৈধ: হাইকোর্ট - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ফেব্রুয়ারী ০১, ২০২২

ফেনসিডিল মাদক, পরিবহন অবৈধ: হাইকোর্ট

ফেনসিডিল মাদক, পরিবহন অবৈধ: হাইকোর্ট
হাইকোর্টের ফাইল ফটো


নিজস্ব প্রতিবেদকঃ

ফেনসিডিলকে মাদক হিসেবে উল্লেখ করে তা পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন হাইকোর্ট।

আপিল বিভাগের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন বেঞ্চ মঙ্গলবার সকালে এ রায় দেন।


এর আগে, ঝিনাইদহ সদর উপজেলার বাদল পাল ১৯৯৭ সালে ২৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার হন। ২০০০ সালে ওই মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়।


রায়ের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট খালাস দেয় বাদলকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ফেনসিডিল বহন অপরাধ নয়, এ যুক্তিতে তাকে খালাস দেন আদালত।


পরে ঐ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করে রাষ্ট্রপক্ষ। পরে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন বেঞ্চে এ মামলার শুনানি হয়।


ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ বলেন, ফেনসিডিলের অন্যতম উপাদান কোডিং, যা মাদক হিসেবে স্বীকৃত।


পরে মঙ্গলবার সকালে আপিল বিভাগ সেই রায় স্থগিত করে জানান, বাদলের যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকবে। একইসঙ্গে আপিল বিভাগ জানান, ফেনসিডিল মাদক। এ মাদক পরিবহন করা অবৈধ।


এ মামলার রায়ের মধ্য দিয়ে ফেনসিডিল সংক্রান্ত অনেক মামলার ভাগ্য নির্ধারণ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ

Post Top Ad

Responsive Ads Here