বাঁচা-মরার ম্যাচে তামিমের ব্যাটে ঢাকার লড়াকু সংগ্রহ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ফেব্রুয়ারী ১১, ২০২২

বাঁচা-মরার ম্যাচে তামিমের ব্যাটে ঢাকার লড়াকু সংগ্রহ | সময় সংবাদ

বাঁচা-মরার ম্যাচে তামিমের ব্যাটে ঢাকার লড়াকু সংগ্রহ | সময় সংবাদ
 বাঁচা-মরার ম্যাচে তামিমের ব্যাটে ঢাকার লড়াকু সংগ্রহ | সময় সংবাদ



ক্রীড়া প্রতিবেদক: 

চলমান বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফ তথা সেরা চারের টিকিট পেতে এখনো লড়াইয়ে আছে তিনটি দল। এর মাঝে অন্যতম দল মিনিস্টার ঢাকা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছে দলটি।


ঢাকার জন্য অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে মূল লড়াইটা করেছেন তামিম ইকবাল। তার অনবদ্য ফিফটিতে ভর করে মিনিস্টার ঢাকার সংগ্রহ ৯ উইকেটে ১২৮ রান।

 

আজ জিতলে তৃতীয় দল হিসেবে প্লে অফের টিকিট পেয়ে যাবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। অন্যদিকে হারলেও তেমন ক্ষতি নেই বরিশালের। এমন অবস্থায় বরিশালের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা।


স্বাগতিকদের হয়ে এদিন তামিম ইকবালের সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন নাঈম শেখ। ব্যাটিং অর্ডারে প্রমোশন পেলেও নিজের জঘন্য ফর্ম থেকে বেরোতে পারেননি তিনি। ৯ বলে ৬ রান করেন নাঈম। এরপর থেকেই আসা-যাওয়ার মাঝে ছিলেন ঢাকার ব্যাটাররা।


সাজঘরে ফেরার আগে জহুরুল ইসলাম ২, মাহমুদউল্লাহ রিয়াদ ও শামসুর রহমান দুজনেই সমান ৩ করে রান করেন। অন্য প্রান্তে ব্যাটারদের ব্যর্থতার দিনে উজ্জ্বল ছিলেন তামিম। ৩৮ বলে ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন তিনি। শেষ পর্যন্ত আউট হন ৫০ বলে ৬৬ রান করে।


শেষ দিকে ঢাকার হয়ে লড়াই চালিয়ে যান শুভাগত হোম। তিনি ২৭ বলে ২১ রানে অপরাজিত থাকেন। বরিশালের হয়ে দুটি করে উইকেট নেন ডোয়াইন ব্রাভো, শফিকুল ইসলাম ও মেহেদী হাসান রানা। এছাড়া মুজিব উর রহমান ও সাকিব আল হাসান একটি করে উইকেট শিকার করেন।





Post Top Ad

Responsive Ads Here