দেশে ২৪ ঘণ্টার ব্যবধানে মৃত্যু - শনাক্ত বেড়েছে | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ফেব্রুয়ারী ১৫, ২০২২

দেশে ২৪ ঘণ্টার ব্যবধানে মৃত্যু - শনাক্ত বেড়েছে | সময় সংবাদ

 

দেশে ২৪ ঘণ্টার ব্যবধানে মৃত্যু - শনাক্ত বেড়েছে
দেশে ২৪ ঘণ্টার ব্যবধানে মৃত্যু - শনাক্ত বেড়েছে


নিজস্ব প্রতিবেদক:



দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায়  ৪ হাজার ৭৪৬ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময় করোনায় আক্রান্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে।


আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে মৃত্যু, নতুন রোগী শনাক্ত ও শনাক্তের হার সবই বেড়েছে। আগের দিন ৪ হাজার ৬৯২ জনের সংক্রমণ শনাক্ত হয়েছিল। মৃত্যু হয়েছিল ১৯ জনের।




স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৪ হাজার ৪৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৭৭। আগের দিন এ হার ছিল ১৩ দশমিক ৫৩।


দেশে করোনা পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর গত ডিসেম্বরের শেষ দিকে রোগী বাড়তে শুরু করে। ৬ জানুয়ারি দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজার ছাড়ায়। এর দুই সপ্তাহের মাথায় ২০ জানুয়ারি দৈনিক শনাক্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যায়। সংক্রমণ বৃদ্ধির ধারাবাহিকতায় দৈনিক রোগী শনাক্ত ১৫ হাজারের ওপরে উঠেছিল। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তা ১০ হাজারের ওপরেই ছিল।





সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৪ জনের মধ্যে পুরুষ ২১ জন ও নারী ১৩ জন। মৃত ব্যক্তিদের মধ্যে ২১ জন ঢাকা বিভাগের। এ সময় বরিশাল বিভাগে ৪ জনের মৃত্যু হয়। এ ছাড়া চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রংপুর বিভাগে ২ জন করে মৃত্যু হয়। রাজশাহীতে ১ জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহে কেউ মারা যাননি।




সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৯ লাখ ১৯ হাজার ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ লাখ ৩ হাজার ৩০৯ জন। মৃত্যু হয়েছে ২৮ হাজার ৮৭২ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ হাজার ৪১৭ জন।




Post Top Ad

Responsive Ads Here