লক্ষ্মীপুর জেলাতে স্বপ্নযাত্রার সুফল পাবেন গ্রামের মানুষ | সময় সংবাদ
সোহেল হোসেন,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:লক্ষ্মীপুর জেলাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্বপ্ন আমার গ্রাম আমার শহর বাস্তবায়নে স্বপ্নযাত্রার অংশ হিসেবে লক্ষ্মীপুরে ৬ ছয়টি অ্যাম্বুলেন্স বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের কাছে এসব স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্স বিতরণ করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন, লক্ষ্মীপুর-রায়পুর আসনের সংসদ সদস্য এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন।
জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ আহাম্মদ কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর-এ-আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু ও সদর উপজেরা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান হোসেন।
লক্ষ্মীপুর জেলা প্রশাসন ও সদর উপজেলা পরিষদের অর্থায়নে গ্রাম পর্যায়ে মানুষের স্বাস্থ্য সেবা দ্রুত পেতে ও যাতায়াতের ভোগান্তি কমাতে সদর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে স্বপ্নযাত্রা হিসেবে অ্যাম্বুলেন্সগুলো দেয়া হয়।