নিজস্ব প্রতিনিধিঃ
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলীকে প্রত্যাহার করেছেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে প্যারিস রোডে তিনি এ ঘোষণা দেন।
এদিকে নিহত ছাত্রের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভিসি গোলাম সাব্বির সাত্তার। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার পাশাপাশি তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার এবং শিক্ষার্থীদের দাবি মেনে সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।
এর আগে ট্রাকের ধাক্কায় চারুকলা অনুষদের শিক্ষার্থী হিমেলের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী উপাচার্যের বাসভবনের সামনে প্যারিস রোডে বিক্ষোভ করে।
এ সময় শিক্ষার্থীরা দফা দাবিতে আন্দোলন শুরু করে। দাবিগুলো হলো- প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ নিহতের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ, নিহত শিক্ষার্থীর বোনকে বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়া, ঠিকাদার প্রতিষ্ঠান পরিবর্তন ও ঘটনার সুষ্ঠু তদন্ত ও হিমেলের মৃত্যুর বিচার। হত্যা হিসাবে।
মঙ্গলবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হাবিবুর রহমান হলের সামনে নির্মাণ কাজে ব্যবহৃত একটি বেপরোয়া ট্রাক হিমেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ছয়টি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
মোঃসাইফুল্লাহ/সময় সংবাদ