এফডিসির শিল্পী সমিতির অফিসে নতুন তালা-পাসওয়ার্ড | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ফেব্রুয়ারী ০৯, ২০২২

এফডিসির শিল্পী সমিতির অফিসে নতুন তালা-পাসওয়ার্ড | সময় সংবাদ

এফডিসির শিল্পী সমিতির অফিসে নতুন তালা-পাসওয়ার্ড | সময় সংবাদ
 এফডিসির শিল্পী সমিতির অফিসে নতুন তালা-পাসওয়ার্ড | সময় সংবাদ


বিনোদন প্রতিবেদক:

এ যেন এক সিনেমার গল্প। ক্ষণে ক্ষণে তার ধরন বদলাচ্ছে। এই গল্পের নাম ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন’। যেটি নিয়ে বর্তমানে সরগরম এফডিসি। নির্বাচনে জায়েদ খানের জয়, নিপুণের আপিল এবং আপিলে জায়েদ খানের প্রার্থীতা বাতিলের সিদ্ধান্ত এবং অবশেষে নিপুণকে জয়ী ঘোষণা- এটুকু পড়েই যারা ভাবছেন ঘটনা শেষ তাদের জন্য অপেক্ষা করছে আরো বিস্ময়। এরপর জায়েদ খান হাইকোর্টের শরণাপন্ন হলে রায় এই নায়কের পক্ষে আসে।


এদিকে নিপুণকে জয়ী ঘোষণা করার পরদিনই তিনি শপথ নিয়ে সাধারণ সম্পাদকের দায়িত্ব বুঝে নেন। কিন্তু দায়িত্ব বুঝে পাওয়ার পরেই মঙ্গলবার শিল্পী সমিতির কার্যালয়ে ঝুলছিলো তালা। 

 

এবারের নির্বাচনে জায়েদ খানের প্যানেল থেকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হওয়া জয় চৌধুরী একটি ঘটনা গণমাধ্যমের সামনে নিয়ে এসেছেন। তিনি বলেন, এফডিসিতে শুটিং করছিলাম। এর ফাঁকে ওয়াশরুমে যাওয়ার জন্য শিল্পী সমিতির কার্যালয়ে গেছি। কিন্তু আমার কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলতে পারছিলাম না। এই ঘটনাটি আমি ঠিক বুঝতে পারিনি। এই অফিসে তো গত চার বছর ধরে প্রতিনিয়ত যাচ্ছি, আসছি। হঠাৎ করে তালা বদলে গেল কেন, বুঝতে পারিনি। এখানে তো কোনো সোনাদানা নেই যে চুরি হওয়ার সম্ভাবনা আছে।


জয়ের বলা এই ঘটনাটি পরিষ্কার করে দিয়েছেন কাঞ্চন-নিপুণ পরিষদ থেকে সহসাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়া চিত্রনায়ক সাইমন সাদিক। তিনি গণমাধ্যমে বলেন, শুধু তালা বদল না, আমরা অফিসের চেয়ার, সিসিটিভির পাসওয়ার্ডও বদলে দিয়েছি। আর এটা করা হয়েছে শিল্পী সমিতির নিরাপত্তার জন্যই। এ নিয়ে বেশি চিন্তা করার কিছু নেই। সবার সম্মতিতেই কাজটি করা হয়েছে।




Post Top Ad

Responsive Ads Here