![]() |
রাঙ্গামাটিতে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি | সময় সংবাদ |
মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙ্গামাটি শহরের ভেদভেদীতে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় দুটি বড়ো মুদি দোকানসহ মোট ৪টি দোকান ঘর পুড়ে গেছে। মঙ্গলবার ভোরে সাড়ে ৬টায় বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে।
স্থানীয়রা জানায়, ভোরে বন্ধ দোকানে হঠাৎ করে ধোঁয়া দেখতে পায় স্থানীয় লোকজন পরবর্তীতে স্থানীয় লোকজন আগুন নেভানের চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে দীর্ঘ ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ব্যবসায়ীরা জানায় অগ্নিকান্ডে প্রায় কোটি টাকারও বেশী ক্ষতি হয়েছে।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিস সুত্র জানায়, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে কোন হতাহাতের ঘটনা ঘটেনি।