ইউপি নির্বাচনের পর নয়নাভিরাম সাজেক পর্যটকদের জন্য উন্মুক্ত | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ফেব্রুয়ারী ০৮, ২০২২

ইউপি নির্বাচনের পর নয়নাভিরাম সাজেক পর্যটকদের জন্য উন্মুক্ত | সময় সংবাদ

ইউপি নির্বাচনের পর নয়নাভিরাম সাজেক পর্যটকদের জন্য উন্মুক্ত | সময় সংবাদ
 
ইউপি নির্বাচনের পর নয়নাভিরাম সাজেক পর্যটকদের জন্য উন্মুক্ত | সময় সংবাদ


মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:

দুইদিন বন্ধ থাকার পর নয়নাভিরাম সাজেক ভ্যালি পর্যটক জন্য খুলে দেয়া হয়েছে। সপ্তম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রোববার (৬ ফেব্রুয়ারি) থেকে সোমবার (৭ ফেব্রুয়ারি) বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে।


সাজেকের খাসরাং হিল রিসোর্টের ম্যানেজার সুব্রত চাকমা বলেন, নির্বাচনের জন্য সাজেক পর্যটন স্পট বন্ধ থাকার পর মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) থেকে খুলে দেয়া হচ্ছে। তিনি বলেন, আগামীকাল থেকে তাদের রিসোর্টে বুকিং রয়েছে।


রাঙ্গামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) বোরহান উদ্দিন মিঠু বলেন, মঙ্গলবার থেকে সাজেক আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। তবে আগত পর্যটকদের সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলাচলের অনুরোধ করেন তিনি।


উল্লেখ্য, সোমবার (৭ ফেব্রুয়ারি) ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা এবং সাজেকে পর্যটকবাহী সব ধরনের যানবাহন চলাচল এবং পর্যটন স্পট বন্ধ ঘোষণা করা হয়।




Post Top Ad

Responsive Ads Here