রাঙ্গামাটিতে ইউপি নির্বাচনে আওয়ামীলীগ-৪, বিদ্রাহী-৪,স্বতন্ত্র-৯ নির্বাচিত | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ফেব্রুয়ারী ০৮, ২০২২

রাঙ্গামাটিতে ইউপি নির্বাচনে আওয়ামীলীগ-৪, বিদ্রাহী-৪,স্বতন্ত্র-৯ নির্বাচিত | সময় সংবাদ


রাঙ্গামাটিতে ইউপি নির্বাচনে আওয়ামীলীগ-৪, বিদ্রাহী-৪,স্বতন্ত্র-৯ নির্বাচিত | সময় সংবাদ



মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি :

সারাদেশের ন্যায় পাহাড়ি জেলা রাঙ্গামাটিতে অনুষ্ঠিত সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১৭টি ইউনিয়নের মধ্যে ১৭টি ইউনিয়নের ফলাফল পাওয়া গেছে। বেসরকারি ফলাফলে ১৭টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ালীগ ৪টি, আওয়ামীলীগ বিদ্রোহী ৪, স্বতন্ত্র প্রার্থী ৮টি এবং বিএনপি স্বতন্ত্র ১জন বিজয়ী হয়েছেন। সোমবার (৭ফেব্রæয়ারী) তিনটি উপজেলার ১৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।


রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে খেদারমারা ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিল্টু চাকমা, আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। মারিশ্যা ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আপন চাকমা আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।  বাঘাইছড়ি ইউপিতে ক্ষমতাসীস দল আওয়ালীগের চেয়ারম্যান প্রার্থী অলিভ চাকমা নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্ব›িদ্বতায় বিজয়ী হয়েছেন। রূপকারী ইউপিতে স্বতন্ত্র প্রার্থী জ্যাসমিন চাকমা ধনেশ^র ঘোড়া প্রতীক নিয়ে বিনা প্রতিদ্ব›িদ্বতায় বিজয়ী হয়েছেন।  বঙ্গলতলী ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জ্ঞান জ্যোতি চাকমা ঘোড়া প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। সাজেক ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অতুলাল চাকমা আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। আমতলী ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. মুজিবুর রহমান আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। সারোয়াতলী ইউনিয়নে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ভুপতি রঞ্জন চাকমা। তবে বাঘাইছড়িতে যেসব স্বতন্ত্র প্রার্থী পরিচয়ে বিজয়ী হয়েছেন তারা সকলেই কোন না কোন আ লিক দলের সমর্থিত প্রার্থী বলে জানা গেছে।


লংগদু উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে লংগদু ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কুলিন মিত্র চাকমা আদু বিজয়ী হয়েছেন। মাইনী ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন কমল বিজয়ী হয়েছেন। ভাসান্যাদাম ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হযরত আলী বিজয়ী হয়েছেন। কালাপাকুজ্যা ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বারেক দেওয়ান বিজয়ী হয়েছেন। গুলশাখালীতে ইউপিতে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের শফিকুল ইসলাম, বগাচত্ত¡র ইউপিতে আওয়ামীলীগের আবুল বশর, আটারকছড়া ইউপিতে আওয়ামীলীগের অজয় মিত্র চাকমা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।


জুরাছড়ি উপজেলার দু’টি ইউনিয়নের মধ্যে জুরাছড়ি ইউপিতে স্বতন্ত্র প্রার্থী ইমন চাকমা চশমা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন এবং বনযোগীছড়া ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সন্তোষ চাকমা আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। এর আগে এই উপজেলায় মৈদং ও দুমদুইম্যার নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।


সোমবার (৭ ফেব্রæয়ারী) সকাল ৮টা থেকে সারাদেশের ন্যায় সপ্তম ধাপে রাঙ্গামাটির লংগদু, বাঘাইছড়ি এবং জুরাছড়ি তিনটি উপজেলার ১৭টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে তিনটি উপজেলায় ভোটকেন্দ্রগুলোতে ১৫ প্লাটুন বিজিবি, এক হাজার পুলিশ এবং তিন হাজার আনসার মোতায়েন রয়েছে। পাশাপাশি ৬প্লাটুর র‌্যাব এবং ১৬জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ  করেছেন।


তিন উপজেলার ১৭ ইউনিয়নের ১৫৮টি ভোট কেন্দ্রে মোট ১লাখ ২৮হাজার ৩৬৭জন ভোটার রয়েছেন। ১৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৯জন এবং সাধারণ সদস্য পদে ৪১জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৪৮জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেছেন।





Post Top Ad

Responsive Ads Here