আলফাডাঙ্গায় মুক্তিযোদ্ধাদের স্বাক্ষর জাল করায় সংবাদ সম্মেলন |
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গায় মুক্তিযোদ্ধাদের নাম ব্যবহার ও স্বাক্ষর জাল করায় এক প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন করেছেন উপজেলার মুক্তিযোদ্ধাগণ। বুধবার (২ ফেব্রুয়ারী) দুপুরে আলফাডাঙ্গা প্রেসক্লাবে সমাবেশ শেষে এক সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধারা নিন্দা ও প্রতিবাদ জানান।
লিখিত বক্তব্যে বক্তারা বলেন, গত ৩১ জানুয়ারী কয়েকটি পত্রিকায় ”রাজাকার পুত্রকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারন সম্পাদক পদে পদায়ন” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। বক্তারা বলেন, প্রকাশিত সংবাদটি মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন। সাংবাদিকরা যে অভিযোগের ভিত্তিত্বে সংবাদ প্রকাশ করেছেন, সেই অভিযোগটিতে আমাদের নাম ও স্বাক্ষর জাল করে কে বা কাহারা দিয়েছে তা আমাদের জানা নাই। মুলত ওই অভিযোগে কোন মুক্তিযোদ্ধা স্বাক্ষর করি নাই।
তারা আরোও বলেন, আব্দুর রহমান গোপালপুর ইউনিয়নের পাঁচবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। যুদ্ধকালীন সময় তার নিজ বাড়ি কামারগ্রামে স্বাধীনতার পক্ষে ক্যাম্প ছিল। তিনি প্রায় ৭/৮ মাস যাবত মুক্তিযোদ্ধাদের খাবার সহ সার্বিক সহযোগিতা করেছেন। যারা এই মিথ্যা অভিযোগটিতে স্বাক্ষর জালিয়াতি করেছে, আমরা তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবী করছি।
সম্মেলনে বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা খান মতিয়ার রহমান, মো. বহির খান, খান আসাদুজ্জামান টুনু মো. গোলাম কবীর মো. মুন্নু খান, আ: মান্নান মোল্যা , আ: ছালাম মোল্যা , আবুল কালাম আজাদ মো. নিলু মিয়া, মো. ছলেমান মোল্যা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফকির এনায়েত হোসেন, গোপালপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক রিয়াজ মুস্তাফিজ প্রমুখ।