দেবিদ্বারে দুই গ্রুপের সংঘর্ষে নিহত নৌকার সমর্থক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ফেব্রুয়ারী ০২, ২০২২

দেবিদ্বারে দুই গ্রুপের সংঘর্ষে নিহত নৌকার সমর্থক

 

দেবিদ্বারে দুই গ্রুপের সংঘর্ষে নিহত নৌকার সমর্থক
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদকঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নে দুই গ্রুপের সংঘর্ষে সুরুজ মিয়া নামে নৌকা প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ১১টার দিকে ইউছুফপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমনসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।


স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত ১১টার দিকে ইউছুফপুর গ্রামে নৌকা প্রতীকের প্রার্থী কবির হোসেন ও ঘোড়া প্রতীকের প্রার্থী মাজহারুল মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে সুরুজ মিয়াসহ বেশ কয়েকজন আহত হন। পরে গুরুতর অবস্থায় সুরুজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নৌকা প্রতীকের প্রার্থী কবির হোসেন বলেন, সুরুজ মিয়াকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। এ সময় পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। এ সময় ঘোড়া প্রতীকের সমর্থকদের হামলায় আমিসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থী মাজহারুল হক মামুন জানান, এ হামলার সঙ্গে তিনি বা তার কোনো সমর্থক জড়িত নয়। প্রতিপক্ষ নিজেরাই নিজেদের গাড়ি ভাঙচুর করেছে।


দেবিদ্বার থানার এএসআই মোফাজ্জল হোসেন বলেন, একজন নিহত হয়েছেন। কীভাবে নিহত হয়েছেন এখনো জানতে পারিনি। কয়েকজন আহত হয়েছেন। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান বলেন, আমরা ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ

Post Top Ad

Responsive Ads Here