নোয়াখালী কোম্পানীগঞ্জে হাত,পা বাধা অবস্থায় কিশোরের লাশ উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ফেব্রুয়ারী ০১, ২০২২

নোয়াখালী কোম্পানীগঞ্জে হাত,পা বাধা অবস্থায় কিশোরের লাশ উদ্ধার

 

নোয়াখালী কোম্পানীগঞ্জে হাত,পা বাধা অবস্থায়  কিশোরের লাশ উদ্ধার


আবু সাঈদ শাকিল, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী কোম্পানীগঞ্জ চরহাজারী ইউনিয়ন ৪নং ওয়ার্ডের কৃষ্ণ( ১৬) নামে এক কিশোরকে হাত,পা বাধা অবস্থায় চরকাঁকড়া ইউনিয়ন ১নং ওয়ার্ডে মহিশের ডগি নামক স্থান থেকে উদ্ধার করা হয়। এই সময় ছেলেটি মৃত ছিলো।


সোমবার সকাল ১০টার সময় হাত,পা বাধা অবস্থায় লাশ দেখতে পায় স্থানীয়রা।


এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।


স্থানীয় সূত্রে জানা যায়, ছেলেটি  ভাড়ায় মিশুক চালত প্রতিদিন রাতের মতো চরহাজারী বোর্ড অফিসের সামনে অটো রিকশা গ্যারেজ মিশুক গ্যারেজে জমা দিয়ে বাসায় ফিরে যেত। কিন্তু গতকাল রাতে মিশুক জমা দেয় নাই, বাসায় ও ফিরে নাই। সকালে মহিশের ডগিতে লাশ দেখতে পাই।


পুলিশের ধারণা কোন দুষ্কৃতকারী মিশুক নেওয়ার উদ্দশ্যে শ্বাসরুদ্ধ করে হত্যা করে লাশ গুম করার জন্য উক্ত ঘটনাস্থলে ফেলে গেছে এমনটা ধারনা করা হচ্ছে

পুলিশের একাধিক টিম মিশুক উদ্ধার সহ হত্যার রহস্য উন্মোচনে কাজ করছে।


কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মিশুক গাড়ি উদ্ধারসহ জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ

Post Top Ad

Responsive Ads Here