আলফাডাঙ্গায় কেন্দ্রীয় কৃষকলীগ নেতার জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ | সময় সংবাদ |
আলফাডাঙ্গা প্রতিনিধি:ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রান্তিক কৃষকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) রাতে পৌরসভার ধানসিঁড়ি রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ জামাল হোসেন মুন্না'র জন্মদিন উপলক্ষে তার শুভাকাঙ্খীরা এসব শীতবস্ত্র বিতরণ করেন। এরআগে তারা কেক কেটে কেন্দ্রীয় এ কৃষক লীগ নেতার জন্মদিন উদযাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট শেখ জামাল হোসেন মুন্না'র মাতা মোসা. চেয়ারননেছা বেগম, আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর খান মিজানুর রহমান, উপজেলা কৃষকলীগ নেতা শেখ ছিদ্দিকুর রহমান ও আজিম মিয়া প্রমুখ।