কোম্পানীগঞ্জে খেলার মাঠ থেকে তরুনীর লাশ উদ্ধার | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ফেব্রুয়ারী ২৮, ২০২২

কোম্পানীগঞ্জে খেলার মাঠ থেকে তরুনীর লাশ উদ্ধার | সময় সংবাদ

কোম্পানীগঞ্জে খেলার মাঠ থেকে তরুনীর লাশ উদ্ধার । সময় সংবাদ


আবু সাঈদ শাকিল,নোয়াখালী প্রতিনিধি: 

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা ০৭ নং ওয়ার্ড মোল্লা বাড়ির পাশে খোলা মাঠ থেকে এক তরুনীর লাশ পাওয়া গেছে। মোল্লা বাড়ি মেয়েটি নানার বাড়ি ছিলো। মেয়েটি গত একমাস ধরে নানার বাড়ি থাকতো। 


নিহতের নাম শাহাজান পারভীন প্রিয়তা (২২) সে কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূঞারহাট বাজার এলাকার নুরনবীর মেয়ে।


বসুরহাট বেসরকারি ক্লিনিক মডার্ন হসপিটালে শিক্ষানবিস নার্স  হিসেবে দায়িত্বরত আছে। এবং বসুরহাট সরকারি মুজিব কলেজ এর অধ্যায়নরত ছাত্রী।


সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের ইয়াছিন মোল্লা বাড়ির পিছনের মাঠে লাশ দেখতে পায় স্থানীয়রা।


স্থানীয় কয়েকজন যুবক সকাল ১০টার দিকে বাড়ির পাশের ধান খেতে ক্রিকেট খেলতে খেলে ওই যুবতীর মরদেহ ধান খেতে পড়ে থাকতে দেখে। এরপর খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।


স্থানীয়রা জানান, আমাদের ধারণা গতকাল রাত্রে হাসপাতালে ডিউটি শেষ করে নানার বাড়ি যাওয়ার পথে অজ্ঞাতনামা বখাটে সন্ত্রাসীরা তাকে রিকশা থেকে নামিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে এবং এক পর্যায়ে তাদের কে চিনে ফেলেছে ধারণা করে তারা মেয়েটিকে হত্যা করে পালিয়ে যাইতে পারে। তার ব্যবহৃত মোবাইল ফোনটি তার কাছে থাকলেও মোবাইল সিম টি তারা  নিয়ে যায়। তদন্তে হয়তো ঘটনার ভিন্নতা ও আসতে পারে।


ঘটনাস্থলে কোম্পানীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান ও বেশ কয়েকজন পুলিশ অফিসার দায়িত্ব পালন করছে। ডিবি, পিবিআই সহ প্রশাসনের বেশ কয়েকটা টিম তদন্তে কাজ করছে।


এলাকাবাসী উক্ত ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত সময়ে ঘটনা তদন্ত করে মুখোশধারী বকাটেদের মুখোশ উন্মোচন করার দাবি জানিয়েছে।


কোম্পানীঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রতন মিয়া ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান নিহত যুবতীর মুখে আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তার শরীরের আরো আঘাতের চিহৃ থাকতে পারে। নারী পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসেছে। তাদের থেকে এ বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে।


এ বিষয়ে জানতে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজ্জাদ রোমনের মুঠোফোনে কল করা হলেও তিনি লাশ উদ্ধারের কথা নিশ্চিত করেন, তবে তাৎক্ষনিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেননি।





Post Top Ad

Responsive Ads Here