রাঙ্গামাটিতে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান | সময় সংবাদ |
মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙ্গামাটিতে মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক এমপি।
অনুষ্ঠানের ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজেলাতুন নেসা ইন্দিরা এমপি।
এসময় রাঙ্গামাটিতে থেকে অনুষ্ঠানে অংশ নেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মামুন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন, আ লিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দিন, বীর মুক্তিযুদ্ধা মোহাম্মদ বেল্লাল, জেলা রোবার স্কাউট সম্পাদক মো. নুরুল আবসার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপি পক্ষে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বীর মুক্তিযোদ্ধা গনমালা ত ঙ্গ্যাকে সম্মাননা হিসেবে ক্রেষ্ট প্রদান করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।