আদমদীঘিতে পুলিশের অভিযানে ৪জন গ্রেফতার | সময় সংবাদ |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে স্টিল হাইজ ও ভাংড়ি দোকানে চুরি মামলায় চোরচক্রের দুই সদস্য ও ওয়ারেন্টমুলে আরো দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের নিকট থেকে চুরি সংঘটিত করার সরঞ্জাম ও চোরাই কিছু মালামাল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘির ডহরপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে ইউনুছ আলী (৩৫) ও নামাপোওতা গ্রামের চাঁন প্রামানিকের ছেলে বাদল প্রামানিক (৩৮)। ডাকাতি প্রস্ততি মামলায় বগুড়া জেলা দায়রা জজ আদালতের ওয়ারেন্টমুলে আদমদীঘির জিনইর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে ডাবলু হোসেন ওরফে নান্টু (৩০) ও ময়েন উদ্দিন ওরফে ফড়িংয়ের ছেলে এনামুল হক (৩৮) কে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে তদন্তকারি উপ পরিদর্শক সোলায়মান আলী জানান।
পুলিশ জানায়, গত ২০ ফেব্রæয়ারী দিবাগত রাতে আদমদীঘির গোড়গ্রামের আল আমিনের ডহরপুর রোডে মা স্টিল হাউস ও ভাংড়ি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংঘটিত হয়। ওই মামলায় গত সোমবার ২১ ফেব্রæয়ারী রাতে চোরচক্রের উক্ত দুই সদস্যকে গ্রেফতার ও তাদের স্বীকারোক্তিমতে চুরি কাজে ব্যবহৃত সীঁদ কাটা, ঘরের তালা ভাঙ্গার সরঞ্জাম ও চোরাই বেশ কিছু লোহার সামগ্রী উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।