আদমদীঘি অফিসার্স ক্লাব থেকে ত্রান সামগ্রী চুরি | সময় সংবাদ |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলায় চোর সিন্ডিকেট এখন বেপরোয়া অবস্থানে রয়েছে। চোর চক্রটি এবার খোদ উপজেলা চত্বরে অবস্থিত অফিসার্স ক্লাবের তালা খুলে ত্রান সামগ্রী চুরি করে নিয়ে গেছে। গত সোমবার ২১ ফেব্রæয়ারী দিবাগত রাতে এই চুরির ঘটনাটি ঘটে। এ বাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এদিকে পুলিশ টহল, নৈশ্যপ্রহরী থাকা সত্বেও প্রতি রাতেই চোরচক্রের বেপরোয়া অবস্থানে দিশেহারা হয়ে পড়েছেন অফিসপাড়াসহ এলাকার সাধারণ মানুষরা।
জানাযায়, আদমদীঘি উপজেলা পরিসংখ্যান অফিসারের বাসায় দিনের বেলা চুরি সংঘটিত হওয়ার পর মাসাধিক কালের মধ্যে বাসা বাড়ি, দোকানপাট, বৈদ্যুতিক মোটর মিটার ও মোটরসাইকেলসহ পৃথক স্থানে প্রায় অর্ধ শতাধিত প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে।
বর্তমানে চোর সিন্ডিকেট এখন এতই বেপরোয়া অবস্থানে রয়েছে যে, পুলিশ টহল, নৈশ্যপ্রহরী এমনটি সিসি ক্যামেরাকে তোয়াক্কা না করে দেদারছে চুরি সংঘটিত করে চলেছে। গত ২১ ফেব্রæয়ারী সোমবার দিবাগত রাতে আদমদীঘি উপজেলা চত্বরে অবস্থিত অফিসার্স ক্লাবে তালা খুলে প্রধানমন্ত্রীর উপহারের ৩৩৩ নম্বরে ফোন কলের মাধ্যমে বিতরণের জন্য মজুতকৃত ত্রান সামগ্রী হতে ৭১ লিটার সোয়াবিন তেল ও ৫০ কেজি ডাল চুরি যায়।
বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) সহকারি কমিশনার (ভুমি) মাহবুবা হক। অফিসার্স ক্লাবের পাশে উপজেলা নির্বাহি অফিসারের অফিস, কৃষি অফিস, সমাজসেবা অফিস, শিক্ষা অফিসসহ কয়েকটি অফিসে নৈশ্যপ্রহরী, পুলিশ টহল ও উপজেলা পরিষদ চত্বরে সিসি ক্যামেরা থাকা সত্বেও এই চুরি ঘটনায় অফিসপাড়া ও সাধারণ মানুষরা দিশেহারা হয়ে পড়েছেন। প্রতি রাতেই চুরি ঘটনা ঘটলেও প্রকৃত চোর সিন্ডিকেট ধরতে পারছেনা পুলিশ প্রশাসন।