ফরিদপুর জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট হাবিবের পদত্যাগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ফেব্রুয়ারী ১১, ২০২২

ফরিদপুর জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট হাবিবের পদত্যাগ

 


নিজস্ব প্রতিনিধি :
ফরিদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সালথা উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব পদত্যাগ করেছেন। তার ভাই অ্যাডভোকেট আজিজুর রহমান লিটন তার সাথে জেলা যুবদলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদ ও জেলা আইনজীবী ফোরামের পদ থেকে পদত্যাগ করেছেন। গতকাল শুক্রবার সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। সংবাদ সম্মেলনের আগে তিনি পদত্যাগপত্র জমা দিয়ে আসেন বলে সাংবাদিকদের জানান। 


সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান লিখিত বক্তব্যে বলেন, সম্পূর্ণ ব্যক্তিগতকারণে বিএনপি থেকে পদত্যাগ করছেন জানিয়ে অ্যাডভোকেট হাবিব বলেন, কারো প্রতি কোনরকম ক্ষোভ বা বিদ্বেষ থেকে এ পদত্যাগ নয়। আমার পরিবারের প্রায় পাঁচশো সদস্যদের মধ্যে আমরা দুই ভাই-ই বিএনপির সাথে জড়িয়েছিলাম। এখন আর কেউ বিএনপিতে রইলো না। তিনি রাজনীতি থেকে দুরে সরে আইনজীবী হিসেবেই ব্যস্ত থাকবেন বলে জানান। 


ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এছাড়া সালথা থেকে আগত তার রাজনৈতিক অনুসারীরা এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত হন।

Post Top Ad

Responsive Ads Here