![]() |
সালথায় সাংবাদিক পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ | সময় সংবাদ |
নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুরের সালথা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠের সালথা উপজেলা প্রতিনিধি সাংবাদিক হাসান মোল্যার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে। সাংবাদিক হাসান মোল্যা জানায়, গত ১৩ নভেম্বর, ২০২১ তারিখ সন্ধ্যার দিকে আহম্মাদ মোল্যার ছেলে রুবেল মোল্যা, জুয়েল মোল্যা, নাঈম মোল্যা ও এরশাদ মোল্যাসহ অজ্ঞাত কয়েকজন পূর্ব শত্রুতার জের ধরে তার পরিবারের উপর অতর্কিত হামলা চালায়। এতে সাংবাদিক হাসান মোল্যার মেঝো ভাই ও বড় ভাই শফিকুল মোল্যা ও ফারুক মোল্যা গুরুতর জখম হয়।খবর পেয়ে ঘটনাস্থলে সালথা থানা পুলিশ গেলে আসামীগন পালিয়ে যায়। পরে পুলিশের বিশেষ অভিযানে আসামীদের বাড়ি থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র-সস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় সালথা থানায় উল্লেখিত ব্যক্তিদের আসামী করে একটি মামলা দায়ের করা হয় গত ১৬ নভেম্বর ২০২১, যার মামলা নং-১১/জিআর/১৪০/২১। মামলায় ১ জনকে কোর্ট থেকে জেল হাজতে প্রেরণ করে বিজ্ঞ আদালত।এতে তারা আরও ক্ষিপ্ত হয় এবং গত ১৯ ডিসেম্বর ২০২১ (১মাস ৬ দিন পর) পাল্টা সাংবাদিক হাসান মোল্যার পরিবারের ৬ জনকে আসামীকরে কোর্টে একটি মামলা দায়ের করে বলে সাংবাদিক হাসান জানান।
সাংবাদিক হাসান মোল্যা আরো জানান , ৩ জানুয়ারী ২০২২ দুপুরের তার নিজ বাড়ির সামনে আসামীগন আসিয়া হুমকি দেয় যেন তাদের নামের দায়েরকৃত মামলা উঠিয়ে নেওয়া না হলে আমাকে ও আমার পরিবারের যেকোন ব্যাক্তিকে পেলেই খুন করে লাশ গুম করে ফেলবে। এতে আমিসহ আমার পরিবারের সব সদস্য নিরাপত্তাহীনতায় ভুগছি। এতে সালথা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। যার জিডি নং- ২৪৬, তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২২।
এ বিষয়ে জানতে চাইলে, আহম্মদ মোল্যাকে ফোনে ও বাড়িতে পাওয়া জায়নাই।
সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম বলেন, সাংবাদিকরা দেশের চতুর্থস্তম্ভ। সাংবাদিক পরিবারে মিথ্যা মামলা কাম্য নয়। সাংবাদিক হাসান মোল্যার পরিবারের নিরাপত্তায় প্রদানসহ প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ মো. আশিকুজ্জামান জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে তারা আইনগত ব্যবস্থা নিবেন।