অনলাইন ক্লাসে শিক্ষিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছে ছাত্র । সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ফেব্রুয়ারী ১১, ২০২২

অনলাইন ক্লাসে শিক্ষিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছে ছাত্র । সময় সংবাদ

অনলাইন ক্লাসে শিক্ষিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছে ছাত্র । সময় সংবাদ
অনলাইন ক্লাসে শিক্ষিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছে ছাত্র । সময় সংবাদ



আন্তর্জাতিক ডেস্ক:

করোনা কালে গোটা সময়টা জুড়ে অনলাইন ক্লাসে মাঝে মধ্যেই নানা মজার ভিডিও সামনে এসেছে। কখনও দেখা গিয়েছে অনলাইন ক্লাসের মাঝেই ঘুমিয়ে পড়েছে ছাত্র। আবার কখনও ক্যামেরা বন্ধ আছে ভেবে ক্লাসের মাঝখানেই নাচ জুড়েছে ছাত্র। এই রকম অনেক ভিডিও ভাইরাল হয়েছে। কিন্তু অনলাইন ক্লাসে টিচারকে বিয়ের প্রস্তাব? এই ভিডিও দেখে শোরগোল শুরু হয়েছে নেট দুনিয়ায়।


ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষিকা বলছেন, আমার কথা শোনা যাচ্ছে?’ ছাত্ররা বলছে, হ্যা ম্যাম, শোনা যাচ্ছে। এরপরেই শিক্ষিকা বলছেন, ‘তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো?” তখন এক ছাত্র জিজ্ঞেস করে, “ম্যাডাম আপনি কী বিবাহিত?” শিক্ষিকা বলেন, “না।” তখন ছাত্র বলে বসে, “আমি আপনাকে ভালবাসি ম্যাম।” শুনেই ম্যাডাম বলেন, “আমিও তোমাদের সকলকে ভালবাসি।” কিন্তু এখানেই শেষ নয়।


ছাত্র বলে বসে, না ম্যাম এই ভালবাসা সেই ভালবাসা নয়। আপনি আমাকে বিয়ে করবেন ম্যাম? আমি আপনাকে বিয়ে করতে চাই।” ছাত্রের এই প্রশ্নে কী উত্তর দেবেন প্রথমে বুঝতে পারেন না শিক্ষিকা। যদিও তিনি সেই ছাত্রকে বোঝান এই ধরণের বিষয় যেন সে আর না করে। এ সময় পাশ থেকে হাসির শব্দ শোনা যায়। পরে শিক্ষিকা ওই ছাত্রকে মিউট করে দেন।


হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ভিডিও দেখে যা মনে হচ্ছে, বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ করেই এই কাণ্ডে ঘটিয়েছে ওই ছাত্র। সম্ভবত ভারতের কোনো কোচিং সেন্টারের পড়ানোর ভিডিও এটি। এখন পর্যন্ত ইউটিউবে ভিডিওটি ১ লাখ ৪৫ হাজারেও বেশি ভিউ হয়েছে। অনেকেই কড়া সমালোচনা করেছেন ওই ছাত্রের।



Post Top Ad

Responsive Ads Here