রাঙ্গামাটিতে পুলিশ মেমোরিয়াল ডে-পালিত | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মার্চ ০১, ২০২২

রাঙ্গামাটিতে পুলিশ মেমোরিয়াল ডে-পালিত | সময় সংবাদ

রাঙ্গামাটিতে পুলিশ মেমোরিয়াল ডে-পালিত | সময় সংবাদ


মহুয়া জান্নাত মনি রাঙ্গামাটি প্রতিনিধি:

বাংলাদেশ পুলিশে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে রাঙ্গামাটি জেলা পুলিশ ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২২’ পালিত হয়েছে । 


মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলায় বসবাসরত কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে সাথে নিয়ে অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও স্যালুট জানিয়ে সম্মান প্রদর্শন করেন রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার  মীর মোদ্দাছ্ছের হোসেন।


এসময় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সম্মাননা প্রদান ও স্মরণ সভা অনুষ্ঠানে পুলিশ সুপার জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের খোঁজখবর নেন এবং যেকোন প্রয়োজনে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


পরে রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়। 


সভায় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।



Post Top Ad

Responsive Ads Here