গভীর রাতে আগুনে পুড়ল আলোচিত বরকত-রুবেলের ১২টি বাস | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মার্চ ১৩, ২০২২

গভীর রাতে আগুনে পুড়ল আলোচিত বরকত-রুবেলের ১২টি বাস | সময় সংবাদ

গভীর রাতে আগুনে পুড়ল আলোচিত বরকত-রুবেলের ১২টি বাস | সময় সংবাদ


নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুরে শুক্রবার দিবাগত রাত ১টায় আগুন লেগে পুড়ে গেছে সাউথ লাইন পরিবহনের ১২টি বাস। বাসগুলোর মালিক কুখ্যাত সেই দুই ভাই বরকত ও রুবেল, যাদের বিরুদ্ধে চলছে ২ হাজার কোটি টাকা পাচার মামলা। দুজনই এখন জেলহাজতে। ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ফরিদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল গ্রেফতার হওয়ার পর বাসগুলো সিআইডির জব্দ তালিকায় ছিল।


প্রত্যক্ষদর্শীরা জানান, দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এলাকাবাসী ও পুলিশের সহায়তায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে সারিবদ্ধভাবে খোলা জায়গায় রাখা গাড়িগুলোর আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের উপপরিচালক নজরুল ইসলাম জানান, জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সবকটি বাসেই আগুন জ্বলছে। তিনি বলেন, আগুনের কারণ তদন্তের পর জানা যাবে।


বাসগুলোর পাহারায় থাকা নাইটগার্ড শেখ মোহাম্মদ আলী বলেন, রাতে তিনি প্রথমে একটি বাসে আগুন জ্বলতে দেখেন। তিনি চিৎকার দেওয়ার পর মানুষজন আসতে আসতে ১০ মিনিটের মধ্যে অন্যান্য বাসে আগুন ধরে যায়।


বরকতের স্ত্রী সুরাইয়া জানান, তার স্বামী মানি লন্ডারিং মামলায় গ্রেফতারের পর আদালতের নির্দেশে সিআইডি গত বছর ২৫ ফেব্রুয়ারি সাউথ লাইনের বাসসহ মোট ৫৫টি গাড়ি জব্দ করে। এর মধ্যে ১২টি বাস ফরিদপুরের গোয়ালচামট বিদ্যুৎ অফিসের সামনে একটি শেডের নিচে রাখা ছিল। এ ঘটনায় কয়েক কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি জানান।


কোতোয়ালি থানার ওসি এম এ জলিল বলেন, রাত আড়াইটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা বলেন, এ আগুনের ঘটনা তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে থানায় মামলা হবে।


উল্লেখ্য, ২০২০ সালের ১৬ মে রাতে ফরিদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি সুবলচন্দ্র সাহার বাড়িতে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় ৭ জুন রাতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হন বরকত, রুবেলসহ তাদের নয় সহযোগী। এরপর ঢাকার সিআইডি তাদের বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাস ও অর্থ পাচারের অভিযোগে ২ হাজার কোটি টাকা পাচারের মামলা করে কাফরুল থানায়। আদালতের নির্দেশে বাসগুলো জব্দ করে সেগুলো এখানে রাখা ছিল।



Post Top Ad

Responsive Ads Here