বাঁশখালীতে দুর্ঘটনার কবলে ইউএনও’র গাড়ি,প্রানে বাঁচলেন ইউএনও | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মার্চ ০৯, ২০২২

বাঁশখালীতে দুর্ঘটনার কবলে ইউএনও’র গাড়ি,প্রানে বাঁচলেন ইউএনও | সময় সংবাদ

বাঁশখালীতে দুর্ঘটনার কবলে ইউএনও’র গাড়ি,প্রানে বাঁচলেন ইউএনও | সময় সংবাদ


মুহাম্মদ  আনিচুর রহমান, বাঁশখালী:

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সাইদুজ্জামান চৌধুরী পুকুরিয়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় একটি সড়কের কাজ দেখে সদরে ফেরার পথে আজ সকাল ১১টায় পুকুরিয়ার ঝিঝি ফকির মাজার এলাকায় গাড়িসহ দূর্ঘটনার শিকার হয়েছেন । তবে তিনি অক্ষত আছেন। গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।


জানা যায়, ইটবাহী একটি ড্রাম ট্রাক প্রথমে সিএনজি অটোরিকশাকে পরে ইউএনও’র গাড়িটিতে আঘাত করে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। গাড়ির চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় সিএনজি অটোরিকশার ৩ যাত্রী আহত হয়েছেন।


ইউএনও'র গাড়ি চালক মো. মনছুর বলেন দ্রুত বাম দিকে মোড় না দিলে আমাদের ভয়ংকর ক্ষতি হতো।  দআমি সিএনজি অটোরিকশা দূর্ঘটনা দেখে দ্রুত মোড় নেয়ায় প্রাণে বাঁচলাম'।



Post Top Ad

Responsive Ads Here