বাঁশখালীতে দুর্ঘটনার কবলে ইউএনও’র গাড়ি,প্রানে বাঁচলেন ইউএনও | সময় সংবাদ |
মুহাম্মদ আনিচুর রহমান, বাঁশখালী:
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সাইদুজ্জামান চৌধুরী পুকুরিয়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় একটি সড়কের কাজ দেখে সদরে ফেরার পথে আজ সকাল ১১টায় পুকুরিয়ার ঝিঝি ফকির মাজার এলাকায় গাড়িসহ দূর্ঘটনার শিকার হয়েছেন । তবে তিনি অক্ষত আছেন। গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।
জানা যায়, ইটবাহী একটি ড্রাম ট্রাক প্রথমে সিএনজি অটোরিকশাকে পরে ইউএনও’র গাড়িটিতে আঘাত করে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। গাড়ির চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় সিএনজি অটোরিকশার ৩ যাত্রী আহত হয়েছেন।
ইউএনও'র গাড়ি চালক মো. মনছুর বলেন দ্রুত বাম দিকে মোড় না দিলে আমাদের ভয়ংকর ক্ষতি হতো। দআমি সিএনজি অটোরিকশা দূর্ঘটনা দেখে দ্রুত মোড় নেয়ায় প্রাণে বাঁচলাম'।