নোয়াখালীতে অস্ত্রসহ তিন কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার | সময় সংবাদ |
আবু সাঈদ শাকিল,নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী সদর উপজেলায় হাতে তৈরি অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। বৃহস্পতিবার (১০ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টায় সদর উপজেলার জহুরুল হক মিয়ার গেরেজ-সিরাজপুর সড়ক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ইকবাল হোসেনের ছেলে রাফসান হোসেন (১৮), বিনোদপুর ইউনিয়নের বেলাল হোসেনের ছেলে মো. আসিফ (১৭) এবং দাদপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের আবুল কালামের ছেলে মো. ইমন (১৪)।
জেলা পুলিশ সুপার শহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসামিরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে ১টি ছুরি ও ১টি কাটার জব্দ করা হয়েছে। এ বিষয়ে সুধারাম মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।