নোয়াখালীতে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার | সময় সংবাদ |
আবু সাঈদ শাকিল,নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্কুলছাত্রী (১৬) অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি মো. সাঈদ আনোয়ারকে (১৮) গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (১১ মার্চ) রাত পৌনে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাঈদ আনোয়ার জামালপুর জেলার সদর উপজেলার হাজীপুর পাঁচগাছি গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
১২ মার্চ শনিবার রাত ৯টায় র্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার শামীম হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২২ ফেব্রুয়ারি স্কুল হতে বাড়ি ফেরার পথে জামালাপুর জেলার সদর উপজেলার ছইলাবাদ থেকে সাঈদ আনোয়ার ও তার সহযোগী অজ্ঞাতনামা ৪-৫ জন আসামির সহায়তায় ভিকটিমকে অপহরণ করে সিএনজিতে করে তার খালাতো ভাইয়ের ভাড়া বাসায় নিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনায় জামালপুর সদর থানায় গত ২৬ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৭/৯(১)/৩০ (অপহরণ ও ধর্ষণ) ধারায় সাঈদ আনোয়ারকে প্রধান আসামি করে ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা মামলা দায়ের করে ভিকটিমের পরিবার। গ্রেফতার এড়াতে সাঈদ আনোয়ার জামালপুর জেলা হতে নোয়াখালী জেলায় এসে আশ্রয় নেয়। গ্রেফতার আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য র্যাব-১৪, সিপিসি-১, জামালপুরে হস্তান্তর করা হয়েছে।