পাপুলের স্ত্রী-কন্যার ব্যাংক হিসাবের তথ্য চায় দুদক | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মার্চ ০১, ২০২২

পাপুলের স্ত্রী-কন্যার ব্যাংক হিসাবের তথ্য চায় দুদক | সময় সংবাদ

 পাপুলের স্ত্রী-কন্যার ব্যাংক হিসাবের তথ্য চায় দুদক | সময় সংবাদ


সোহেল হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:

পাপুলের স্ত্রী-কন্যার ব্যাংক হিসাবের তথ্য চায় দুদক। কুয়েতে দণ্ডিত সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের স্ত্রী ও কন্যার ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এজন্য দেশে কার্যরত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সম্প্রতি চিঠি পাঠিয়েছে দুদক।


চিঠিতে যত দ্রুত সম্ভব পাপুলের স্ত্রী ও কন্যার ব্যাংক হিসাবে লেনদেনসহ সবধরনের তথ্য সরবরাহ করতে বলা হয়েছে।


চিঠিতে পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও কন্যা ওয়াফা ইসলামের একক বা যৌথ নামে পরিচালিত সব ধরনের ব্যাংক হিসাবে লেনদেন, কেওয়াইসির ফরম এবং স্থাবর অস্থাবর সম্পদের বিবরণও (যদি থাকে) সরবরাহ করতে বলা হয়েছে।


পাপুল বাংলাদেশি ব্যবসায়ী, রাজনীতিবিদ হিসেবে পরিচিত। তিনি লক্ষ্মীপুর-রায়পুর  আসন থেকে ২০১৮ইং সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। অর্থ পাচারসহ বেশ কিছু অভিযোগে কুয়েতের আদালতে দণ্ডপ্রাপ্ত হওয়ায় ২০২১ইং সালের ফেব্রুয়ারিতে তিনি এমপি পদ হারান। ২০১৮ইং সালের নির্বাচনে পাপুলের স্ত্রী সেলিনা ইসলামও সংরক্ষিত নারী আসন (৪৯) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।


কুয়েতে গ্রেপ্তারের পর পাপুলের সংসদ সদস্য পদ হারানোর পাশাপাশি বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন পাপুল, তার স্ত্রী সেলিনা ইসলাম, কন্যা ওয়াফা ইসলামসহ আত্মীয়-স্বজনের নামে সম্পদের তদন্ত শুরু করে।



Post Top Ad

Responsive Ads Here