লক্ষ্মীপুরে পাখি শিকার করায় যুবকের কারাদণ্ড | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মার্চ ০১, ২০২২

লক্ষ্মীপুরে পাখি শিকার করায় যুবকের কারাদণ্ড | সময় সংবাদ

লক্ষ্মীপুরে পাখি শিকার করায় যুবকের কারাদণ্ড | সময় সংবাদ


সোহেল হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:

লক্ষ্মীপুরে পাখি শিকার করায় যুবকের কারাদণ্ড।লক্ষ্মীপুরে ৭সাত টি ডাহুক পাখি শিকার করায় মো. বাবুল নামের এক যুবককে এক মাসের কারাদণ্ড ও ১০০একশত টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই সাজা দেন।


দণ্ডপ্রাপ্ত বাবুল সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের ফয়েজ আহমেদের ছেলে।


স্থানীয় বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বাবুল সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়ন থেকে সাতটি ডাহুক পাখি শিকার করেন। পরে পাখিগুলো বিক্রির চেষ্টাকালে স্থানীয় লোকজন তাকে আটক করে বন বিভাগকে খবর দেন। তারা ঘটনাস্থলে গিয়ে বাবুলকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।


দালাল বাজার বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএফএনটিসি) চন্দন ভৌমিক জানান, অনুমতি ছাড়া বন্য পাখি শিকার, পরিবহন, বিক্রি ও আটক নিষিদ্ধ। উদ্ধার হওয়া পাখিগুলো অবমুক্ত করা হয়। লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শহিদুল ইসলাম জানান, পাখি শিকার করায় আইন অনুযায়ী বাবুলকে কারাদণ্ড দেওয়া হয়। তার থেকে ১০০একশত টাকা জরিমানা আদায় করা হয়েছে। তাকে কারাগারে পাঠানো হয়।


Post Top Ad

Responsive Ads Here