আজকের মেহেরপুর,সোমবার(২৮/০২/২০২২) | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মার্চ ০১, ২০২২

আজকের মেহেরপুর,সোমবার(২৮/০২/২০২২) | সময় সংবাদ

আজকের মেহেরপুর,সোমবার(২৮/০২/২০২২) | সময় সংবাদ
আজকের মেহেরপুর,সোমবার(২৮/০২/২০২২) | সময় সংবাদ

 

মেহেরপুরে “মুজিববর্ষে শতঘন্টা মুজিবচর্চা” কর্মসূচির সমাপনী ও প্রকাশিত সংকলনের মোড়ক উন্মোচন


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিববর্ষ” উদযাপন উপলক্ষে মেহেরপুরে মুজিব বর্ষের শতঘন্টা মুজিবচর্চা কর্মসূচির সমাপনী ও প্রকাশিত সংকলনের মোড়ক উন্মোচন করা হয়েছে। গত শনিবার রাতে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুজিববর্ষের শতঘন্টা মুজিবচর্চা কর্মসূচির সমাপনী ও প্রকাশিত সংকলনের মোড়ক উন্মোচন করা হয়। মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদার, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসতুরা আমিনার সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, পিপি পল্লব ভট্টাচার্য্য, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমুখ।এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম,টিটিসি’র অধ্যক্ষ আরিফ আহমেদ প্রমুখ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেন, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। আমাদের জানা মতে যদি আমরা তাকে না পেতাম তাহলে কিন্তু পরাধীন জাতি হিসেবে থাকতে হতো। বাঙালির আর্তনাদ আর্তনাদই থেকে যেত। সেটা কিন্তু কখনোই বাস্তবায়িত হতো না। ইনি হলেন সেই বঙ্গবন্ধু তাকে যদি আমরা বুকে ধারণ করে রাখতে পারি তাহলেই আমরা সাফল্য অর্জন করতে পারবো। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু সব সময় বলতেন, “মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে মানুষ যখন”। বঙ্গবন্ধুর ৭ই মার্চের সেই বক্তব্য একটার পর একটা ভাষা, একটার পর একটা শব্দ এবং কিভাবে অনবদ্য কবিতার মতো তিনি বলে গেলেন। একেই বলে বাঙালি।যারা মাথা নত করতে জানে না। আমরা জাতির পিতার সেই আদর্শ, জাতির পিতার সেই প্রতিচ্ছবি আমাদের বুকে ধারণ করতে পারলে তখনই আমরা সার্থক হবো।এসময় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান বলেন, আমাদের প্রথম দিনের আয়োজনটি ছিল খুবি আংশিক। আমাদের প্রস্তুতি তেমন ভালো ছিল না। আশঙ্কা ছিল আমরা এটাকে কত দূর নিয়ে যেতে পারবো। কিন্তু যখন আমরা সকলে মিলে একসাথে কাজটি শুরু করেছি তখনি শতঘন্টা মুজিবচর্চার এই কর্মসূচি সফল করতে পেরেছি। তিনি আরো বলেন, প্রথম থেকে শুরু করেই প্রতিটি পর্বে প্রতিটা মিনিটে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আমাদের সাথে ছিলেন। তিনি আমাদের আরো উৎসাহিত করেছেন।তিনি আমাদের সাথে যুক্ত থাকায় আমরা কার্যক্রমটি সফল করতে পেরেছি। এর ফলে বঙ্গবন্ধুকে জানার যে অভিপ্রায় অনেকাংশেই পূরণ করতে পেরেছি। পরে প্রকাশিত সংকলনের মোড়ক উন্মোচন করা হয়।


জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সাথে মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ‘র মতবিনিময়


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি’র সাথে মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিউল ইসলাম সরদার মতবিনিময় করেছেন। গতকাল রবিবার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় কলেজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে মেহেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমীন, সহকারি অধ্যাপক ফুয়াদ খান ও শিক্ষক পরিষদের সম্পাদক মোহাঃ কাবিল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।


মেহেরপুরে মিথ্যা ধর্ষণের মামলা করায় এক মহিলার কারাদন্ড 


ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে মিথ্যা মামলা দায়ের করায় মামলার বাদী ডালিয়া নাসরিন নামের এক মহিলাকে ২ বছরের সশ্রম কারাদন্ড ২০ হাজার টাকা জরিমানা। অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। মেহেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোঃ তরিকুল ইসলাম গতকাল রবিবার বিকালে এ রায় দেন। সাজাপ্রাপ্ত ডালিয়া নাসরিন মেহেরপুরের গাংনী উপজেলার বাহাগুন্দা গ্রামের জমির উদ্দিনের মেয়ে। মামলার বিবরণে জানা গেছে ২০১৬ সালের ৩ অক্টোবর মেহেরপুরের গাংনী উপজেলার বাহাগুন্দা গ্রামের মুক্তার সাহার ছেলে আবুল কালাম একই গ্রামের জমির উদ্দিনের মেয়ে ডালিয়া নাসরিন সহ মহাসিন আলী, জামেলা খাতুন, শহিদা খাতুন এর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১৭ ধারায় এই ট্রাইব্যুনালের নালিশি দরখাস্ত দাখিল করেন। অভিযোগকারী অভিযোগ করেন যে তার বাড়ি ও আসামিদের বাড়ি পাশাপাশি। তার মেয়ে কাকলিকে মারধর করার কারণে কাকলি গাংনী থানায় আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যার জি আর কেস নং ২৩১/২০১৬ । ওই মামলায় আসামি ডালিয়া নাসরিন জামিন লাভের পর আবুল কালামসহ একই গ্রামের গোলাম হোসেনের ছেলে লাল মিয়া এবং মেঘা শেখের ছেলে শাকিল এর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১৭ ধারায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং২৯৫/২০১৬। ডালিয়া নাসরিনের দায়ের করা ধর্ষণের চেষ্টার মামলাটি তদন্ত করে মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় তদন্তকারী কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন । তদন্ত প্রতিবেদনটি ২০১৭ সালের ২০ এপ্রিল ট্রাইবুনাল কতৃক গৃহীত হয়। এবং ট্রাইবুনাল আসামীদেরকে অব্যাহতি প্রদান করেন এবং একই সাথে উক্ত মামলার অভিযোগকারী তথা এই মামলার বাদীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন২০০০ এর ১৭ ধারা অনুযায়ী মামলা দায়ের করার অনুমতি প্রদান করেন। এরই প্রেক্ষাপটে বাদী ডালিয়া নাসরিনের মামলার আসামি আবুল কালাম অভিযোগকারী হিসেবে ধর্ষণের চেষ্টার অভিযোগ কারী মামলার বাদী ডালিয়া নাসরিনের বিরুদ্ধে আসামি আবুল কালাম অভিযোগকারী হিসাবে ট্রাইব্যুনালের নালিশি দরখাস্ত দাখিল করেন। মামলায় মোট ৫ জন স্বাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে ডালিযা নাসরিন নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১৭ ধারায় গঠিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে উক্ত ধারায় দোষী সাব্যস্ত করে ২ বছরের সশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডাদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর এ কে এম আসাদুজ্জামান এবং আসামিপক্ষে অ্যাডঃ কামরুল হাসান কৌশলী ছিলেন।


জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সাথে কুতুবপুর ইউপি সদস্যদের মতবিনিময়


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি’র সাথে মতবিনিময় করেছেন মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ ইউপি সদস্যরা।গতকাল রবিবার দুপুরে  জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি’র বাসভবনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী মাস্টার, সাধারণ সম্পাদক বাবুল আক্তার, ইউপি সদস্য গোলাম হোসেন, রহিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।


মেহের আমজাদ # মেহেরপুর 


Post Top Ad

Responsive Ads Here