জ্বাল দিতে গিয়ে দুধ উঠলে পড়ে,আসুন জেনে নেই ইসলাম কি বলে | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুন ০১, ২০২২

জ্বাল দিতে গিয়ে দুধ উঠলে পড়ে,আসুন জেনে নেই ইসলাম কি বলে | সময় সংবাদ

জ্বাল দিতে গিয়ে দুধ উঠলে পড়ে,আসুন জেনে নেই ইসলাম কি বলে | সময় সংবাদ
জ্বাল দিতে গিয়ে দুধ উঠলে পড়ে,আসুন জেনে নেই ইসলাম কি বলে | সময় সংবাদ



ধর্ম ডেস্ক:


 আমাদের রোজকার জীবনে কতো কিছুই না ঘটে। তার মধ্যে বেশ কিছু বিষয় আমাদের ভাবায়। বিষয়টা শুভ না কি অশুভের ইঙ্গিত দেয়। তার মধ্যে একটি ঘটনা হলো দুধ ফোটানোর সময় হঠাৎ উথলে যাওয়া। 



প্রায় সময় আমাদের রান্না ঘরে এই ঘটনা ঘটে। দুধ জ্বাল দিতে গিয়ে উথলে পড়ে যায়। জালের সময় দুধ উথলে পড়লে ঘরে কি হয়? ইসলাম কি বলে?


যেই ঘরে দুধ উথলে পড়ে যাই সেই ঘরে কি হয়, জানুন হযরত আলী (র:) এর এরশাদ। 


হযরত আলী (র:) কে রাসূল (স:) বলতেন জ্ঞনের শহরের দরজা। আলীর খেলাফতকালে তার কাছে একজন নারী আসলেন। বললেন, ইয়া আলী আমার ঘরে কোনো শান্তি নেই। শুধু ঝগড়া আর ঝগড়া। কেই কাউকে ভালোবাসে না, ক্ষমা করে না।


হযরত আলী এসব শুনে বললেন, হে নারী আপনি শুধু আমাকে এটুকু বলুন যে, যখন আপনার ঘরে আল্লাহর দেওয়া রিজিকের ব্যবহার করা হয়- তখন কোনো কিছু অপচয় করা হয় কিনা? 


উত্তরে সেই নারী বললেন, আমি তো কখনোই কিছুর অপচয় করি না। তবে হ্যাঁ, যখন আমি দুধ গরম করি, তখন প্রায়ই কিছুটা দুধ উথলে পড়ে যায়। এ ভুলটা আমার হরহামেশাই হয়। 


হযরত আলী এসব শুনে মুচকি হাসলেন। বললেন, যখন কোনো ঘরে আল্লাহর দেওয়া নেয়ামতের অপচয় হয়, তখন সেখানে আল্লাহর তরফ থেকে রিজিক উঠিয়ে নেয়া হয়। পাশাপাশি অশান্তি প্রবেশ করে। আর যখন সে ঘরে বরকত কমতে শুরু হয়, তখন সেখানে ঝগড়া- ঝামেলা শুরু হবেই। এর ফলে শেষ হয়ে যাবে সুখ- শান্তি।


এ বিষয়ে ইসলাম কি বলে?


শুধুমাত্র নেয়ামতের অপচয়ের কারণে, শেষ হয়ে যাবে জীবনের সুখ। আর দুধ মহান আল্লাহর পক্ষ থেকে দেওয়া বড় একটি নেয়ামত। এ নেয়ামতের কথা পবিত্র কোরআনেও এসেছে। 


কোরআনে এসেছে ‘আর গবাদিপশুর মধ্যে তোমাদের জন্য রয়েছে শিক্ষা। তার উদরস্থিত গোবর ও রক্তের মধ্য থেকে পান করাই বিশুদ্ধ দুধ, যা পানকারীদের জন্য সুস্বাদু।’ (সুরা নাহল : ৬৬)। 


প্রিয় নবী (সা.) দুধ খুব পছন্দ করতেন। মেরাজের রাতে নবী (সা.) এর সামনে জিবরাইল (আ.) দুধ আর মধু পেশ করে যে কোনো একটি গ্রহণের কথা বলেন। নবী (সা.) দুধ গ্রহণ করে পান করেন। 


তাই দুধ যেন কোনোভাবে অপচয় না হয়, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। 




Post Top Ad

Responsive Ads Here