পাহাড়ি ঢল ধেয়ে আসাতে ফুলপুরের কাঁচা সড়ক ভেঙে যাচ্ছে | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Saturday, June 18, 2022

পাহাড়ি ঢল ধেয়ে আসাতে ফুলপুরের কাঁচা সড়ক ভেঙে যাচ্ছে | সময় সংবাদ

পাহাড়ি ঢল ধেয়ে আসাতে ফুলপুরের কাঁচা সড়ক ভেঙে যাচ্ছে | সময় সংবাদ


নিজস্ব প্রতিনিধি:

ভারতের মেঘালয় থেকে পাহাড়ি ঢল ধেয়ে আসছে। গত দুদিন ধরে অতিবৃষ্টি ও ঢলের পানিতে ভেঙে যাচ্ছে ময়মনসিংহের ফুলপুরের বিভিন্ন কাঁচা সড়ক। প্লাবিত হচ্ছে উপজেলার সিংহেশ্বর, বালিচান্দা, সঞ্চুর, পুটিয়া, কুটুরাকান্দা, পলাশকান্দা ও জিগারকান্দাসহ বিভিন্ন নতুন নতুন এলাকা। 


খবর নিয়ে জানা যায়, পাহাড়ি ঢলের কারণে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের ভাটপাড়া টু রাজঘাট কাঁচা সড়ক গুডুর বাড়ির উত্তরে ভেঙে প্লাবিত হচ্ছে এসব এলাকা। এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার বলেন, আমরা একটি টিম নিয়ে আজ শনিবার (১৮ জুন) বন্যায় প্লাবিত নিম্নাঞ্চল পরিদর্শন করেছি। এসব এলাকা ঘুরে ঘুরে দেখলাম, গত দুদিনের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে পানি দ্রুত বাড়ছে। তবে এখনো বিপদসীমা অতিক্রম করেনি। 


এসময় উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, ওসি আব্দুল্লাহ আল মামুন, সিংহেশ্বর ইউপি চেয়ারম্যান শাহা আলী প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকারও এসব এলাকা পরিদর্শন করেছেন। তারা বলেন, এ বৃষ্টি আরো দুয়েকদিন অব্যাহত থাকলে অনেকের বাড়িঘর তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 



No comments: