সরকার ক্ষমতায় রয়েছে ভারতের আশীর্বাদে : হারুন | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ২১, ২০২২

সরকার ক্ষমতায় রয়েছে ভারতের আশীর্বাদে : হারুন | সময় সংবাদ

 

সরকার ক্ষমতায় রয়েছে ভারতের আশীর্বাদে : হারুন |সময় সংবাদ 

 রংপুর প্রতিনিধি :

বিএনপি’র যুগ্ম মহাসচিব হারুন-উর-রশিদ এমপি বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় রয়েছে ভারতের আশীর্বাদে এতে কোনো সন্দেহ নেই। ভারতের আর্শীবাদপুষ্ট আওয়ামী লীগ সরকারের জনগণের ভোট ও সমর্থনে আগ্রহ নেই। তারা বিদেশি শক্তির সহযোগিতায় ক্ষমতা জবরদখল করে আছে।


শনিবার বিকালে নগরীর শিমুলবাগ কমিউনিটি সেন্টার মিলনায়তনে খুন, গুম ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ২২ আগস্ট সারাদেশের উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সভা, সমাবেশ ও মিছিলের লক্ষ্যে রংপুর বিভাগীয় প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

 

বিএনপি’র যুগ্ম মহাসচিব বলেন, বর্তমান সরকারকে টিকিয়ে রাখতে ভারতের কাছে সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। দেশের একজন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত মন্ত্রী প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া এমন সহযোগিতা ভারতের কাছে চাইতে পারেন না। পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের বিষয়টি এখন আওয়ামী লীগ অস্বীকার করছে।


বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু’র সভাপতিত্বে বিভাগীয় প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সৈয়দ জাহাঙ্গীর আলম।



বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকু, মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাড. মাহফুজ উন নবী ডনসহ অন্যরা।




-  

Post Top Ad

Responsive Ads Here