
"জনপ্রিয় ‘চাঁদপুর গেন্ডারি’ | সময় সংবাদ"
মাজহারুল ইসলাম অনিক, চাঁদপুর
চাঁদপুর জেলায় অন্য ফসলের পাশাপাশি আখের আবাদ করে আসছেন কৃষকরা। বিশেষ করে ‘চাঁদপুর গেন্ডারি’ নামে আখ খুবই জনপ্রিয়।
কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, এ বছর চিবিয়ে খাওয়া ‘চাঁদপুর গ্যান্ডারি’ আখের আবাদ হয়েছে ৬৪০ হেক্টর জমিতে। নদী উপকূলীয় জেলা চাঁদপুরে কৃষি আবাদের জন্য অন্যতম। চাঁদপুর সদরসহ উপজেলাগুলোতে কম বেশি আখের আবাদ হয় প্রতিবছরই। বিশেষ করে জেলার দু’টি সেচ প্রকল্পে ‘মেঘনা ধনাগোদা’ ও ‘চাঁদপুর সেচ প্রকল্প’ জলাবদ্ধতার আশঙ্কা কম থাকায় আখের বেশি আবাদ হয়।
এরই মধ্যে কৃষকরা তাদের আখ কাটা শুরু করেছেন। অবার অনেক কৃষক নিজেই ক্ষেত থেকে আখ কেটে বাজারে বাজারে বিক্রি করেন। বড় বড় জমিগুলোর আখ ব্যবসায়ীরা এসে ক্ষেতের মধ্যে দাম দর করে ক্রয় করেন। এসব আখ চাঁদপুর জেলার চাহিদা মিটিয়ে ঢাকা, নোয়াখালিসহ আরো কয়েক জেলায় নিয়ে বিক্রি করা হয়।
জনপ্রিয় ‘চাঁদপুর গেন্ডারি’
জনপ্রিয় ‘চাঁদপুর গেন্ডারি’
চাঁদপুর শহরের বিভিন্ন সড়কে ভ্যানগাড়ী করে আখ বিক্রি করতে দেখা গেছে। প্রতি পিস আখ বিক্রি হচ্ছে ২০-৫০ টাকা। আবার সাইজে বড় হলে আরো বেশি দামে খুচরা বিক্রি হয়।
বালিয়া ইউপির কৃষক আবদুস সোবহান জানান, জলাবদ্ধতা ও ছত্রাক রোগে এ বছর আখের ক্ষতি হয়েছে। জমিগুলোতে এখনো জলাবদ্ধতা রয়েছে। তারপরেও আশা করছি ভালো ফলন হবে।
চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. জালাল উদ্দিন বলেন, এ বছর চাঁদপুর জেলায় চিবিয়ে খাওয়া আখের আবাদের লক্ষ্যমাত্রা ছিলো ৬২০ হেক্টর, আবাদ হয়েছে ৬৪০ হেক্টর। জলাবদ্ধতার কারণে কৃষকদের কিছুটা ক্ষতি হয়েছে। জলবাদ্ধতা ও ছত্রাক জাতীয় রোগ থেকে রক্ষায় কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে।
